Sand Art: ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ, বালিশিল্পে শান্তির বার্তা সুদর্শনের

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 4:52 PM IST

thumbnail

শিল্পীর কীর্তি বরাবর যুদ্ধের বিরোধিতা করে এসেছে । অন্যনা হল না এবারও । ফের সংঘর্ষে ইজরায়েল-প্যালেস্তাইন । শান্তির বার্তা দিতে তাই সমুদ্র সৈকতে নিজের শিল্প নিদর্শন তুলে ধরলেন বালুশিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক। শনিবার থেকে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ চলছে ৷ সন্ত্রাসী সংগঠন হামাস রকেট নিক্ষেপ করে চলেছে ইজরায়েলে ৷ পালটা জবাবে ইজরায়েলও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ৷ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, হামাসের হামলায়  ইজরায়েলে মৃত্যু হয়েছে হাজারের বেশি ৷ পালটা গাজায় কমপক্ষে 400 প্যালেস্তানি নাগরিককে মেরেছে ইজরায়েলি সেনা ৷ সবমিলিয়ে দু'তরফেই মৃতের সংখ্যা বেড়েই চলেছে । 

এহেন যুদ্ধ পরিস্থিতিতে দু'দেশের মধ্যে শান্তির বার্তা দিতে বালি দিয়ে ভাস্কর্য তৈরি করলেন সুদর্শন পট্টনায়ক ৷ পুরীর গোল্ডেন সমুদ্র সৈকতে এই বালি ভাস্কর্যটি তৈরি করেন তিনি ৷ এই শিল্পের মাধ্যমে যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি ৷ এই বালিশিল্পের মাধ্যমে শিল্পী সুদর্শন জাতির জন্য শান্তির প্রার্থনা ও মানবতার সঙ্গে সংহতির বার্তা দিয়েছেন ৷ বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে অসাধারণ বালি ভাস্কর্য তৈরি করেন তিনি ও তাঁর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ৷ এবার ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ বন্ধের বার্তা দিতে বালি ভাস্কর্য তৈরি করলেন তিনি ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.