Anubrata Mondal: 'অন্যায় হয়েছে', মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে অনুব্রত

By

Published : Sep 7, 2022, 5:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

সকাল থেকেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি চলে (CBI raids at Moloy Ghatak house) । একদিকে আপকার গার্ডেনের বাড়িতে, পাশাপাশি চেলিডাঙায় পৈতৃক বাড়িতে চলে তল্লাশি । আপকার গার্ডেনের বাড়িতে দুপুরে তল্লাশি শেষ হলেও চেলিডাঙার পৈতৃক বাড়িতে তল্লাশি চলছে বিকেল গড়িয়ে গেলেও। অন্যদিকে এদিনই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় । তার 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । আদালত থেকে আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) ঢোকার মুখে অনুব্রত মণ্ডলকে মলয় ঘটকের বাড়িতে সিবিআই অভিযান নিয়ে প্রশ্ন করা হয় । অনুব্রত মণ্ডল জানান, অন্যায় হয়েছে । একবার নয়, একাধিকবার তিনি এ কথা আওড়াতে আওড়াতে সংশোধনাগারের ভেতর ঢুকে যান ।

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.