Panchayat Elections 2023: পুনর্নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ মুর্শিদাবাদে, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

By

Published : Jul 10, 2023, 7:55 PM IST

thumbnail

পঞ্চায়েতের পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও ছাপ্পার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে ভরতপুর দক্ষিণ চক্রের 8 নম্বর প্রসাদপুর প্রাথমিক বিদ্যালয়ে ৷ সকাল থেকে সেখানে শুরু হয় পুনর্নির্বাচন। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ঢোকেন ৷ কিন্তু ভেতরে গিয়ে শোনেন তাদের নামে আগেই ভোট পড়ে গিয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ও পুলিশের উপস্থিতিতেই বুথের ভেতরে ছাপ্পা ভোট চলেছে বলে অভিযোগ ভোটারদের। আহ্লাদী ও লক্ষ্মী মাঝি-সহ বেশ কিছু মহিলা ভোটারদের বক্তব্য, তাঁরা ভোট দিতে গেলে দেখতে পায় তাদের ভোট পড়ে গিয়েছে । রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে ওই মহিলা ভোটাররা । তারা ছাপ্পা ভোটের অভিযোগ করে পঞ্চায়েত বিদায়ী সদস্যের বিরুদ্ধে। এমনকী সিভিক পুলিশ তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ উঠেছে ৷ সিভিক ভলেন্টিয়ার অবশ্য সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কিছু বলতে চাননি ৷ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । 

প্রসঙ্গত, শনিবার মুর্শিদাবাদে ভোটকে ঘিরে আশান্তির ঘটনা ঘটে ৷ ঠিক করে ভোট না-হওয়ায় 175টি বুথে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হয় সোমবার ৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এদিন ভোটদান সঠিকভাবে হবে বলে ভাবে ভোটাররা । তবে সেখানেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠল ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.