Coromandel Express Accident: বাহাঙ্গায় করমণ্ডল-যশবন্তপুর এক্সপ্রেসের ধ্বংসলীলা ! শনিবার সকালে আকাশপথে ভিউ

By

Published : Jun 3, 2023, 1:34 PM IST

Updated : Jun 3, 2023, 1:48 PM IST

thumbnail

শুক্রবার সন্ধ্যার পর সবকিছু কেমন ওলোটপালোট হয়ে গিয়েছে ৷ শনিবার সকালে দিনের আলোয় দেখে মনে হচ্ছে, বালাসোরের কাছে বাহাঙ্গায় কোনও এক শক্তি ট্রেনের বগিগুলিকে ধরে এলোপাথাড়ি এদিক-ওদিক ছুড়ে ফেলে দিয়েছে ৷ দুমড়ে, মুচড়ে বগিগুলি ছিটকে পড়েছে, হেলে গিয়েছে, উলটে গিয়েছে, কোথাও অন্য বগির উপর উঠে গিয়েছে ৷ গতকাল সন্ধ্যায় ঘটা এই ট্রেন বিপর্যয় দেশের অন্যতম ট্রেন দুর্ঘটনা ৷

সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি চেন্নাই যাচ্ছিল ৷ বালাসোরের বাহাঙ্গার কাছে সেটি একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে ৷ তাতে করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি পাশের ট্র্যাকে ছিটকে পড়ে ৷ এদিকে বেঙ্গালুরু থেকে যশবন্তপুর সুপারফাস্ট ট্রেনটি হাওড়ার দিকে আসছিল ওই ট্র্যাকেই ৷ তাই লাইনচ্যুত হওয়া বগিগুলির সঙ্গে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের ধাক্কা লাগে ৷ এতে এই ট্রেনের বগিও লাইনচ্যুত হয় এবং এদিক ওদিক ছিটকে যায় ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকার্যে নামে ৷ পরে এনডিআরএফ, ভারতীয় সেনাও উদ্ধারে নেমেছে ৷ মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ প্রায় 19 ঘণ্টায় মৃতের সংখ্যা 261 হয়েছে ৷ জখম সরকারি হিসেবে 900 ছাড়িয়েছে ৷

Last Updated : Jun 3, 2023, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.