Leopard attack : চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ, ধরতে গিয়ে জখম 2 বনকর্মী

By

Published : Apr 20, 2022, 9:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

thumbnail

চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ । বুধবার ঘটনাটি ঘটে নাগরাকাটার খাসবস্তির কাবুলডাঙ্গা চা বাগানে (2 forest officers injured in leopard attack)। চিতাবাঘের আক্রমণে জখম হন অনুকূল রায় এবং সুশীল ভোক্তা নামে দুই বনকর্মী । এদিন সকালে প্রথমে ওই চিতাবাঘটি লোকালয়ে বস্তির একটি খড়ের গাদার নিচে ঢুকে পড়ে । স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার জুড়ে দিলে চিতাবাঘটি পাশের চা বাগান কাবুল ডাঙ্গায় ঢুকে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় খুনিয়া রেঞ্জের এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা । চা বাগানের একদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয় ৷ ফাটানো হয় বাজিপটকা ৷ এমন সময় অনুকুল রায় নামে ওই বনকর্মীর উপর ঝাপিয়ে পড়ে চিতাবাঘটি । তাঁকে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিকে বাগানেই আত্মগোপন করে চিতাবাঘ । এরপর দুপুর নাগাদ ফের চিতাবাঘটিকে খোঁজাখুঁজি শুরু করলে সেই সময় আরও এক বনকর্মী সুশীল ভোক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে সে । তিনিও জখম হন । বনদফতরের এডিএফও জন্মেজয় পাল জানান, চিতাবাঘটি সম্ভবত খুনিয়া জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়েছিল । পাশেই জলঢাকা নদী । চেষ্টা করা হচ্ছে চিতাবাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর ৷

Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.