Asansol By Election Campaign : মিঠুনের শুভেচ্ছা নিয়ে শত্রুঘ্ন'র কটাক্ষ, অগ্নিমিত্রার পালটা তোপ শত্রুঘ্নকে

By

Published : Apr 3, 2022, 9:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

thumbnail

আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun congratulates Agnimitra) । একটি ভিডিয়ো বার্তায় আসানসোলবাসীর কাছে সংসদে অগ্নিমিত্রা পালকে নিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন মিঠুন চক্রবর্তী । আর তাকেই কটাক্ষ করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা । প্রসঙ্গ উঠতেই আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মন্তব্য "মিঠুন ? সে আর রাজনীতিতে আছে নাকি ?" বলেই অট্টহাস্যে ফেটে পড়েন শত্রুঘ্ন। অন্যদিকে শত্রুঘ্ন'র এই কটাক্ষ শুনে অগ্নিমিত্রা পাল জানান, " ভালো লাগলো, শত্রুঘ্ন সিনহা এত তাড়াতাড়ি তৃণমূলের সংস্কৃতি রপ্ত করতে পেরেছেন । মিঠুনদাকে অশ্রদ্ধা করছেন । কিন্তু আমি শত্রুঘ্ন সিনহাকে অসম্মান করব না (Asansol By Election Campaign)।

Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.