Shiksha Ratna Award: শিক্ষারত্ন সন্মান গোসাইয়েরহাট রাজামোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 2:35 PM IST

thumbnail

ফের শিক্ষারত্ন সন্মানের পালক ধূপগুড়ির শিক্ষকের ৷ এই সম্মানে ভূষিত হতে চলেছেন সহকারী শিক্ষক বরুণ রায় ৷ ধূপগুড়ি গোসাইয়েরহাট রাজামোহন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক তিনি ৷ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিষয়ক এই সন্মানে গত 2 বছরে শিক্ষারত্ন হিসেবে ভূষিত হয়েছেন ধূপগুড়ির 4 শিক্ষক । তাঁরা হলেন বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয় বসাক, পুর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দে এবং দক্ষিণ খয়েরবাড়ি অ্যাডিশনাল প্রাইমারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সির্দ্ধাথ দত্ত  ও শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিনহা ৷ তবে একটানা তিনবছর এই সন্মান পাচ্ছে ধূপগুড়ি । যদিও এবছর জলপাইগুড়ি থেকে একমাত্র এই সন্মানে ভুষিত হচ্ছেন বরুন রায় । 

ধূপগুড়ি শহরের 7 নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার বাসিন্দা বরুন রায় ৷ পরিবারে রয়েছে মা, স্ত্রী এবং এক পুত্র সন্তান । শিক্ষারত্ন সন্মানের খবর জানতে পেরে শিক্ষক বরুন রায় বলেন, "ধূপগুড়ির শিক্ষার মান যে পরিসর হয়েছে এটা তার উদাহরণ । এই সন্মান আমার একার নয় । এই সন্মান আমার স্কুলের ছাত্র ছাত্রী, এলাকার মানুষ এবং আমার সহকর্মী শিক্ষকদের ।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.