Abhishapto Trailer launch: ঋত্বিকা-গৌরবের জুটিতে আসছে 'অভিশপ্ত' ! 16 জুন হবে রহস্যের সমাধান

By

Published : Jun 1, 2023, 8:39 PM IST

thumbnail

সামনে এসেছে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ 'অভিশপ্ত'র ট্রেলার। 16 জুন থেকে ওটিটি- প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ ৷ রহস্য-রোমাঞ্চে ঘেরা এই সিরিজে থাকছে আটটি এপিসোড ৷ এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে পা রেখেছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন লাবণী সরকার, গৌরব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘অভিশপ্ত’ সিরিজে রয়েছে টানটান উত্তেজনা। ‘অভিশপ্ত’ সিরিজে ঋত্বিকার চরিত্রে রয়েছে অনেক গুলো শেডস। ঋত্বিকাকে এমন চরিত্রে দেখে চমকে যেতে চলেছেন দর্শক, দাবি পরিচালকের ৷ এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বেজায় খুশি ঋত্বিকা সেন। ঋত্বিকার চরিত্রের নাম অপর্ণা। তাঁর স্বামী অর্কপ্রভর চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়। গৌরবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন লাবণী সরকার।

থ্রিলারধর্মী ‘অভিশপ্ত’র ট্রেলারের শুরুতেই ঋত্বিকা ধরা দিয়েছেন কনের সাজে। এই লুকটা তাঁর নাকি বেশ মনে ধরেছে, জানিয়েছেন নিজেই। উল্লেখ্য, কয়েক মাস আগেই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন ঋত্বিকা। সুস্থতা বোধ করলে শ্যুটিংয়ে ফেরেন অভিনেত্রী। ফলে সিরিজের শ্যুটিং পিছিয়ে গিয়েছিল অনেকটাই। তবে, এবার সব অপেক্ষার অবসান। দর্শক দরবারে আসতে চলেছে 'অভিশপ্ত' ওয়েব সিরিজ। সিরিজ ঘিরে নানা অভিজ্ঞতা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করেছেন ঋত্বিকা-গৌরব ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.