Ritabhari on Fatafati: 'ঋতাভরী নই, এখন মিস ফাটাফাটি', একান্ত আড্ডায় দাবি নায়িকার

By

Published : May 12, 2023, 2:31 PM IST

thumbnail

দর্শক দরবারে হাজির হয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ফাটাফাটি' । এই ছবিতেই মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ৷ ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন, সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । ছবির গল্প অনুযায়ী, ফ্যাশন ইনফ্লুয়েন্সার হতে চায় ফুল্লরা ৷ কিন্তু তার চেহারার জন্য তাকে নানা কথা শুনতে হয় । 

তথাকথিত মোটা এক নারী কীভাবে ফ্যাশন নিয়ে চর্চা করতে পারে ! এই বিষয়টিকে কেন্দ্র করেই আবর্তীত হতে থাকে ছবি গল্প। জীবনের নানা ঘাত প্রতিঘাত আসে । কিন্তু সব ক্ষেত্রেই নিজেকে তুলে ধরে ফুল্লরা। সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে যায় হাসিমুখে। ছবিতে ঘটনাটি ঘটছে ফ্যাশনের দুনিয়ায়। কিন্তু পর্দা ছাড়িয়ে বাস্তবেও এই ধরনের নানা ঘটনা ঘটে চলে আমাদের চারপাশে । কেউ মোটা হোক বা রোগা তাকে তার চেহারার জন্য শুনতে হয় নানা কথা । এই ছবি দেখালো সেরকমই এক কাহিনি । ইটিভি ভারতের সঙ্গে ছবি নিয়ে আড্ডা দিলেন ঋতাভরী চক্রবর্তী ৷ নায়িকা জানালেন, এই ছবি বক্তৃতা দেয় না ৷ তবে বিষয়টাকে মানুষের মনের মধ্য়ে গেঁথে দেয় ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.