Durga Puja 2023: হাজরা পার্কে অটো চালালেন প্রসেনজিৎ, জমজমাট বুম্বা’দার দুর্গাপুজো

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 10:11 PM IST

thumbnail

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আজ মাহেন্দ্রক্ষণ, মহা অষ্টমী ৷ দেবীবন্দনায় মেতে উঠেছে প্রত্যেকে ৷ বাদ নেই সেলেবরাও ৷ বাড়ির পুজোয় মেতে ওঠা, বিভিন্ন সংস্থার হয়ে প্যান্ডের দর্শন থেকে শুরু করে নিজেদের মতো করে সময় কাটানো, দুর্গাপুজোর আমেজ গায়ে মেখেছেন সেলেব্রিটিরাও ৷ গত বছরের মতো এবারও অষ্টমীতে হাজরা পার্কে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পুজোর চারদিন ব্যস্ততা নয়, আমোদেই গা-ভাসাতে পছন্দ করেন ইন্ডাস্ট্রি ৷ এবারেও তার ব্যতিক্রম ঘটেনি ৷ সকাল সকাল হাজরা পার্কে দেখা মিলল টলিউড সুপারস্টারের ৷ বালিগঞ্জের কাছেই এই অতি পরিচিত মণ্ডপেই অঞ্জলিও দিলেন বুম্বা’দা । প্রতি বছর হাজরা পার্কের এই পুজো মণ্ডপেই অষ্টমীর ভোগ নেন তিনি । এবারেও ঘটল তেমনটাই । তবে, সঙ্গে ছিল বাড়তি কিছু সংযোজন । অটোয় চেপে বসলেন তিনি । যাত্রী হিসেবে নয়, তাঁকে দেখা গেল চালক হিসেবে । এ কোনও সিনেমার দৃশ্য বা শুটিং নয় । আসলে হাজরা পার্কের এবারের থিম 'তিন চাকার গল্প' । নানা রুটের অটো দিয়ে প্যান্ডেল করা হয়েছে । তাই তিন চাকায় চেপে বসলেন তিনি । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.