Jawan Craze in Kolkata: 'জওয়ান' জোয়ারে ভাসল তিলোত্তমা, জমিয়ে চলল সেলিব্রেশন

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 5:52 PM IST

thumbnail

'জওয়ান' জোয়ারে এখন ভাসছে গোটা বাংলা ৷ ভোর পাঁচটা থেকেই শাহরুখ জ্বরে মাতোয়ারা শহরবাসী । কোথাও হলের সামনে বাজি ফাটাচ্ছেন অনুরাগীরা ৷ কোথাও আবার চলেছে শাহরুখের নামে নানান স্লোগান ৷ বেহালাতেও দেখা গেল তারই রেশ । 'জওয়ান' ছবি নিয়ে সেলিব্রেশনে মেতে উঠল 'শাহরুখ খান ফ্যানস ক্লাব' । ফুলে মালায় সেজে উঠেছে অশোকা সিনেমা হল । কেক কাটিং দিয়ে ষোলোকলা পূর্ণ হল সেলিব্রেশনের । কেউ বলছেন এস আর কে 'র ডায়লগ । কেউ বা তাঁর ভঙ্গিমায় দাঁড়াচ্ছেন। আবার কারও মুখে স্লোগান ' যব তক সুরজ চান্দ রহেগা শাহরুখ তেরা নাম রহেগা'। আদতে শাহরুখকে নিয়ে এই  ছবি তো শুধু বাংলায় নয় চলেছে সবর্ত্রই ৷ সম্প্রতি কলকাতার এসআরকে অনুরাগী সূর্যেন্দ্র বাগচীর ছবি নিজের সোশালে শেয়ার করেছিলেন শাহরুখ খান ৷ গলায় টিকিটের মালা নিয়ে ভাইরাল হয়েছিলেন সূর্যেন্দ্র ৷ তাঁকেও এদিন পাওয়া গেল ভিড়ের মাঝে ৷ সকলেই মাতোয়ারা শাহরুখের এই ছবি নিয়ে ৷ সমালোচকের যেমন ভালো লেগেছে এই ছবি তেমনই অনুরাগীদেরও ৷ এখন বক্স অফিসে কেমন তুফান তোলে 'জওয়ান' সেটাই দেখার ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.