Gaurav Chakrabarty: ফেলুদার চরিত্রের অফার পেলে কী করবেন গৌরব ?

By

Published : Mar 15, 2023, 9:37 PM IST

thumbnail

অঞ্জন দত্তর আসন্ন ওয়েব সিরিজ 'সেভেন'-এ বিবেক নামের একটি চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty on Seven )। পাঁচ বন্ধুর গল্পে তিনিও এক বন্ধু । এখানে তাঁর রিয়েল লাইফ পার্টনার রিধিমা ঘোষ অভিনয় করলেও জুটিতে নেই তাঁর সঙ্গে । রিধিমা এবং গৌরব দুজনেই অন্ধভক্ত অঞ্জন দত্তর । রিধিমার কথাতেই জানা যায়, গৌরব তাঁকে প্রোপোজ করেছিলেন অঞ্জন দত্তর গান গেয়েই । প্রত্যেক অভিনেতাকে স্বাধীনভাবে অভিনয় করতে দেন অঞ্জন দত্ত, মরামতের গুরুত্ব দেন অভিনেতার । এতে একজন অভিনেতার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, বললেন গৌরব । 'সেভেন' নিয়ে আড্ডা দিতে দিতেই প্রসঙ্গক্রমে চলে আসে সব্যসাচী চক্রবর্তীর অভিনয় নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের কথা । ফেলুদার চরিত্রে ডাক পেলে কী করবেন গৌরব? অভিনেতা যা জানালেন দেখুন এই ইন্টারভিউতে । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.