Ambarish Praises Dev: 'উত্তমকুমারের পর ওই সেরা', ব্যোমকেশের ট্রেলার লঞ্চে অম্বরীশের গলায় দেবের দরাজ প্রশংসা

By

Published : Jul 27, 2023, 10:44 PM IST

thumbnail

টিজার প্রকাশের দিন হাজির থাকতে না-পারলেও 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'র ট্রেলার লঞ্চে হাজির ছিলেন অজিত তথা অম্বরীশ ভট্টাচার্য। হলুদ পাঞ্জাবী আর লাল জ্যাকেটে এদিন সবসময়ের মতোই রঙিন ছিলেন তিনি। অভিনেতা জানিয়ে দেন, তিনি অজিত চরিত্রটি ভীষণ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তাতেই স্পষ্ট যে নিজের অভিনয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি। নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী অম্বরীশ খুব মজা করেই বলেন, "আমি আমার কাজটা মন দিয়ে খুব ভালোভাবে করেছি। আর তাই হয়তো আজ অনির্বাণ, সৃজিত এলেও রাহুল অর্থাৎ অজিত আসেনি। 

অভিনেতা এদিন ইটিভি ভারতকে বলেন, "আমি অনির্বাণের খুব ভক্ত। তবে, উত্তমকুমারের পর আমার দেখা সেরা ব্যোমকেশ হতে চলেছেন দেব।" অজিত প্রসঙ্গে তিনি বলেন, "এর আগে যাঁরা অজিতের চরিত্র করেছেন তাঁরা সকলেই নায়ক। এই প্রথম কোনও পার্শ্ব চরিত্রাভিনেতা যে কি না, অজিতের চরিত্রে। আর সেটা আমি। এ আমার এক বড় পাওয়া। অফারটা আমাকে দেব দেয়। আমি অবাকই হয়েছিলাম। এর আগে আমার মতো চেহারার অজিতকে কেউ দেখেনি। এবার দেখবে। এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আমার মনে হয় তাঁদের সঙ্গে লেখকের লেখা অজিতের আলাপ ছিল। কাজটা দেখে কথা বললে ভালো হত না?"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.