Traffic police rescued a woman: ঝিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, মহিলাকে উদ্ধার করল পুলিশ

By

Published : Jul 23, 2023, 10:27 PM IST

thumbnail

বেলাগাভি, 23জুলাই : ঝিলের জলে হাবুডুব খাচ্ছেন মহিলা। জলে নেমে তাঁকে উদ্ধার করলেন ট্রাফিক পুলিশেন কনস্টেবল । হাড়হিম সেই ফুটেজ ভাইরাল। ঘটনা কর্ণাটকের বেলাগাভির বালিওয়াডা গ্রামের। রবিবার শিবলীলা পরভাটা গওডা (42) নামে ওই মহিলা গ্রামেরই ঝিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন । ঝিলে ঝাঁপ দেওয়ার পরই হাবুডুবু খাচ্ছিলেন ওই মহিলা । দেখেই তাঁকে বাঁচাতে ঝিলে ঝাঁপ দেন ট্রাফিক পুলিশের কনস্টেবল । কাশীনাথ ইরাগর নামে ওই কনস্টেবল তৎপতরতার সঙ্গে ঝিলে ঝাঁপ দিয়ে মহিলাকে উদ্ধার করেন । ফুটেজটি ইতিমধ্যেই ভাইরাল । কনস্টেবলের প্রশংসায় নেটিজেনরা । 

বেলাগাভির বালিওয়াড়ার অশোক চক্র এলাকার ঝিলে ঝাঁপ দেন শিবলীলা নামে ওই মহিলা । সেখানেই কর্তব্যরত ছিলেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল । মহিলাকে ঝিলে ডুবতে দেখে সোজা ঝাঁপ দেন তিনি । সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । মহিলাকে তারপর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় । জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছেন ওই মহিলা । সেই কারণেই আত্মহত্যার চেষ্টা । শিবলীলা দেবীর পরিবারের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি । তবে, কনস্টবেলর উপস্থিত বুদ্ধির প্রশংসায় নেটিজেনরা । কাশীনাথ ইরাগরকে পুরস্কৃত করেছে বেলাগাভি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.