Firhad Hakim : খালসা স্কুলে কেউ ভুয়ো ভোটার নন, ভোট দিয়ে বেরিয়ে বললেন ফিরহাদ

By

Published : Sep 30, 2021, 4:30 PM IST

thumbnail

স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতনায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধি ভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিত-ও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতলায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধিভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিতও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে ভোটারদের প্রভাবিত করা নয় । আসলে পরাজয়ের ভয়ে বিজেপি ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল এইসব অপপ্রচার করছে ।" খালসা স্কুলে ভুয়ো ভোটার প্রসঙ্গে ফিরহাদ বলেন, "যাঁদের ধরা হয়েছিল, তাঁরা কেউই ভুয়ো ভোটার নন । কর্মসূত্রে তাঁরা বাইরে থাকলেও তাঁরা এই কেন্দ্রের ভোটার । তাঁরা নিজেদের ভোট দিতে এসেছিলেন ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.