Secunderabad Club Fire : ঐতিহ্যের সেকেন্দ্রাবাদ ক্লাবে বিধ্বংসী আগুন, নষ্ট কোটি টাকার সম্পত্তি

By

Published : Jan 16, 2022, 5:13 PM IST

thumbnail

মকর সংক্রান্তির কারণে শনিবার বন্ধ ছিল হায়দরাবাদের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব সেকেন্দ্রাবাদ ক্লাব ৷ ফলে ক্লাবের সদস্য বা কর্মীরা কেউই ছিলেন ৷ দুর্ঘটনা ঘটে গেল সেদিনই ৷ কেন্দ্র সরকারের ঘোষিত এই হেরিটেজ সাইটে রবিবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগে (Secunderabad Club Fire) ৷ চার ঘণ্টার চেষ্টায় সাতটি দমকল ইঞ্জিন আগুন নেভায় ৷ জানা গিয়েছে, আগুন লেগে কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে ৷ তবে ক্লাব বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই ৷ অভিযোগের ভিত্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Fire breaks out at Secunderabad Club) ৷ 20 একর জায়গা জুড়ে অবস্থিত এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল 1878 সালে ৷ বর্তমানে 250 স্থায়ী এবং 100 জন অস্থায়ী কর্মী এখানে কাজ করেন ৷ ক্লাবের সদস্য সংখ্যা পাঁচ হাজারের মতো ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.