Bengal Civic Polls Result 2022 : বিরোধীদের ছাপ্পা ভোটের অভিযোগ মিথ্যা প্রমাণিত হল, মন্তব্য রথীন ঘোষের

By

Published : Mar 2, 2022, 1:46 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

thumbnail

মধ্যমগ্রাম ও বারাসত পৌরসভার দখল নিয়েছে তৃণমূল ৷ এই দুই পৌরসভায় বিরোধীরা 4টি করে আসনে জিতেছে ৷ যা নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘‘ভোটের ফলেই প্রমাণ হল বিরোধীদের সব অভিযোগ সঠিক নয় ৷’’ তাঁর মতে, ছাপ্পা ভোট হলে মধ্যমগ্রামে বিরোধীরা 4টি আসন পেত না (Rathin Ghosh Criticise Oppositions Over Allegation of Rigging) ৷ একইভাবে বারাসতেও 4টি আসনে জিতেছে বিরোধীরা ৷ তৃণমূলের জয় নিয়ে রথীন ঘোষ বলেন, ‘‘এই জয় মানুষের জয় ৷ সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ৷’’ পাশাপাশি পৌরসভা ভোটে (Bengal Civic Polls Result 2022) অধিকাংশ ক্ষেত্রে বিজেপি তিন নম্বরে চলে যাওয়া নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.