Nasipur Rail Bridge: জমি জট কাটিয়ে ফের শুরু নসিপুর রেলব্রিজ তৈরির কাজ

By

Published : Dec 2, 2022, 6:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

thumbnail

2004 মুর্শিদাবাদের নসিপুর রেলব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ 2006 সালে রেলব্রিজ তৈরির কাজও শুরু হয় ৷ কিন্তু 2013 পর থেকে সেই কাজ বন্ধ হয়ে যায় জমি জটের কারণে (Nasipur Rail Bridge Work has Started After Land Issue Resolved) ৷ মূলত সাড়ে 7 একর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয় ৷ জমিদাতাদের একাধিক দাবিদাওয়া নিয়ে রেলের সঙ্গে আইনি লড়াই শুরু হয় ৷ পরবর্তীতে 300 মিটার জমি নিয়ে সমস্যা তৈরি হয় ৷ সম্প্রতি জেলা প্রশাসন ও রেলের তরফে যৌথভাবে আলোচনা শুরু হয় ৷ কথা বলা হয় জমিদাতাদের সঙ্গেও ৷ সেখানে আলোচনার মাধ্যমে একটি সমাধানসূত্র বের করা হয়েছে ৷ তার পরেই আজ থেকে নসিপুর রেল ব্রিজের কাজ পুনরায় শুরু হল ৷ আগামী 2023 মধ্যে সেখানে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ ৷

Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.