FIFA World Cup 2022: শহর জুড়ে ফুটবল ফিভার ! বিশ্বকাপ জ্বরে কাঁপছে কলকাতা

By

Published : Nov 20, 2022, 9:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

thumbnail

শুরু হয়ে গিয়েছে ফুটবল উৎসব । গোল বলকে ঘিরে স্বপ্ন দেখবেন আপামর বিশ্ববাসী । ইতিহাস গড়ার স্বপ্নে বুঁদ থাকবেন ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি, ভিন্ন ভাষার ফুটবলপ্রেমীরা । একমাস এদের সবাইকে এক সুতোয় গাঁথবে ফুটবল । বিশ্বকাপের আসর বসেছে কাতারে । সেই জ্বরে আক্রান্ত ভারতীয় ফুটবলের মক্কাও । আগামী কয়েকদিন নীল-সাদা, হলুদ-সবুজে ভাগ হয়ে যাবে তিলোত্তমা । বাঙালি মানেই ফুটবল । বিশ্বকাপের বল গড়ানোর কয়েক ঘণ্টা আগেও কলকাতার ময়দান মার্কেটে প্রিয় দল এবং ফুটবলারের জার্সি কিনতে যেন পুজোর অষ্টমীর ভিড় । মেসি, নেইমার, রোনাল্ডো, এমবাপে সবাই আছেন এখানে । কিন্তু, চাহিদার দিক দিয়ে জার্সি বিক্রিতে সবাইকে টেক্কা দিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক । 'মারকাতারি' বিশ্বকাপে শেষবার কাপের জন্য মাঠে নামবেন মেসি । তাঁর প্রার্থনায় গলা মেলাতে মেসি ভক্তরা নিজেদের সাজিয়ে নিচ্ছেন (Maidan Market in Kolkata catch the Football Fever) ।

Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.