IT Raid in Hindmotor: হিন্দমোটরের একটি আবাসনে আয়কর হানা, চলল 30 ঘন্টা ম্যারাথন তল্লাশি

By

Published : Dec 1, 2022, 11:43 AM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

thumbnail

হুগলির হিন্দমোটরে একটি আবাসনে টানা 30 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালাল আয়কর দফতর (Income tax department) । বুধবার সকাল থেকে দফায় দফায় প্রিন্টার আনা হয় । জানা গিয়েছে, আর্থিক লেনদেনে অসঙ্গতি নিয়ে এই তল্লাশি চালানো হয়েছে রাত পর্যন্ত (IT Raid in Hindmotor) । হিন্দমোটর নিউ স্টেশন রোড সুমঙ্গল রিজেন্সি আবাসনের দোতলায় সকাল ছয়টা নাগাদ হানা দেয় আয়কর দফতর । এটি বেসরকারি কোম্পানির এক কর্তার রাজেশ ধনধনিয়ার ফ্লাট । বুধবার সকাল ছ'টা নাগাদ ইনকাম ট্যাক্সের তিনটে গাড়ি করে ন'জন আধিকারীক আসেন । বেশ কিছুক্ষন পর দুটি গাড়ি বেরিয়ে যায় এবং একটি প্রিন্টার নিয়ে ফিরে আসে । সূত্রের খবর, ফ্লাটে তথ্যের সন্ধানে আসেন আইটি আধিকারিকরা । দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় তাঁরা । তবে এটা রুটিন চেকিংও হতে পারে বলে জানা গিয়েছে । এরপর বৃহস্পতিবার সকাল 11টার পর ওই বাড়ি ছেড়ে চলে যায় আয়কর দল ।

Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.