World Cup Fever: বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জন্য চন্দননগরে হোম-যজ্ঞ

By

Published : Dec 18, 2022, 4:10 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

thumbnail

আর মাত্র কয়েক ঘণ্টা ! তারপরেই শুরু হবে কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের অন্তিম পর্ব ৷ ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্তিনা ৷ ফরাসি উপনিবেশ থাকার কারণে আলাদা একটা আবেগ রয়েছে চন্দননগর মানুষের মধ্যে (Football Fans from Chandannagar)। ফ্রান্স জয়ের উচ্ছ্বাস চন্দননগর স্টেশন চত্বরে। সকাল থেকে শুরু হয়েছে হোম-যজ্ঞ। গতকাল থেকে চন্দননগরের ক্লাবগুলি ও স্কুলের ছাত্ররা ফ্রান্সের জয়ের আগাম আনন্দে মেতে উঠেছে ৷ সেইসঙ্গে চারিদিকে রব 'এমবাপে এমবাপে'...। শুধু এমবাপেই নয়, গ্রিজম্যান ও জিরু-সহ অন্যান্য খেলোয়াড়দের জন্যও যজ্ঞ করা হচ্ছে। যাতে আর্জেন্তিনাকে একাধিক গোল দেন খেলোয়াররা। 6 মন কাঠে ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অগ্নি দেবতার কাছে প্রার্থনা করেন ফ্রান্স সমর্থকরা। পতাকা এবং ফুলে দিয়ে সাজানো হয়েছে যজ্ঞের চারপাশ। বিশ্বকাপ শুরু রাত সাড়ে আটটা থেকে ৷ সেই সময় টিভিতে খেলা চলবে ৷ সকলকে সেখানে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.