Durga Puja Carnival: পুরুলিয়াতেও দুর্গাপুজো কার্নিভাল, অংশগ্রহণ 15টি পুজো কমিটির

By

Published : Oct 8, 2022, 12:45 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

thumbnail

অন্য জায়গার মতো পুরুলিয়া (Purulia) জেলাতেও আয়োজিত হল দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) । শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় শুরু হয়ে অনুষ্ঠান, চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত । পুরুলিয়া জেলার মোট 15টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল (Fifteen clubs participated) । প্রতিটি পুজো কমিটি নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানও তুলে ধরে এদিন । জেলায় প্রথমবার কার্নিভালের স্বাদ নিতে প্রচুর মানুষ এদিন ভিড় জমায় পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে (Durga Puja 2022) । উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা, জেলা পুলিশ সুপার এস সেলভামুরগণ,মন্ত্রী সন্ধ্যারানি টুডু , সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি-সহ জেলার প্রশাসনিক কর্তাগণ ।

Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.