ETV Bharat / t20-world-cup-2022

T20 World Cup: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, প্রথম একাদশে ঋষভ

author img

By

Published : Nov 6, 2022, 1:08 PM IST

Updated : Nov 6, 2022, 1:57 PM IST

টস জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটিং করবে ভারতীয় দল (India vs Zimbabwe Toss) ৷ সেই সঙ্গে এই টি-20 বিশ্বকাপে (T-20 World Cup) প্রথমবার গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে ঋষভ পন্থকে ৷

t20-world-cup-india-vs-zimbabwe-toss
t20-world-cup-india-vs-zimbabwe-toss

মেলবোর্ন, 6 নভেম্বর: মেলবোর্ন, 6 নভেম্বর: জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার (India vs Zimbabwe Toss) ৷ এই ম্যাচ জিতে ভারত গ্রুপ 2 থেকে একনম্বরে থেকে সেমি-ফাইনালে যাওয়ার চেষ্টা করবে ৷ যদিও, সকালে দক্ষিণ আফ্রিকার বিদায়ের সঙ্গে সঙ্গে ভারত টি-20 বিশ্বকাপের (T-20 World Cup) সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ৷ গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দীনেশ কার্তিকের বদলে প্রথম এগারোয় এলেন ঋষভ পন্থ ৷

পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ না খেলা ঋষভ পন্থকে সেমি-ফাইনালের আগে সুযোগ দিল টিম ম্যানেজমেন্ট ৷ ভারত আগেই সেমি-ফাইনালে কোয়ালিফাই করে যাওয়ায় এই ম্যাচ ভারতের কাছে কার্যত নিয়মরক্ষার ৷ তবে, ভারতীয় দল এই ম্যাচ জিততে নিজেদের 100 শতাংশ দেবে বলে টস শেষে জানিয়েছেন রোহিত ৷ বিশেষ করে গ্রুপ 2 থেকে এক নম্বরে শেষ করতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে ৷ তা না হলে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে ভারতকে ৷ যা কখনই চাইবে না টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: ফাইনালে ভারত-পাক দ্বৈরথের আশা... বাংলাদেশকে হারিয়ে সেমিতে বাবররা

তবে, এ দিন টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রোহিত জানিয়েছেন, পিচের কোনও ইস্যু নেই ব্যাটিংয়ের সিদ্ধান্তের পিছনে ৷ দল হিসাবে স্কোর বোর্ডে আগে রান তোলাই লক্ষ্য ভারতের ৷ আর বোলারদের দ্বিতীয় ইনিংসে রান ডিফেন্ড করার সুযোগ দিতে চান বলে জানিয়েছেন রোহিত ৷ অন্যদিকে, পাওয়ার প্লে-তে ভারত শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ৷ শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হন রোহিত ৷ 4 ওভারে ভারত 1 উইকেট হারিয়ে 31 রান তুলেছে ৷

Last Updated : Nov 6, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.