ETV Bharat / t20-world-cup-2022

T20 World Cup 2022: বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বৃষ্টি ভাগ্য নিয়ে মসকরা জাফরের

author img

By

Published : Oct 30, 2022, 5:40 PM IST

T20 World Cup 2022 Wasim Jaffer About Rain Fate of India and Pakistan
T20 World Cup 2022 Wasim Jaffer About Rain Fate of India and Pakistan

টি20 বিশ্বকাপে (T20 World Cup 2022) বৃষ্টি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে অধিকাংশ দলগুলির ক্ষেত্রে ৷ কিন্তু, সেখানে ভারত ও পাকিস্তানের কোনও ম্যাচেই বৃষ্টির দেখা পাওয়া যায়নি ৷ আর তাই নিয়েই সোশাল মিডিয়ায় মসকরা করলেন ওয়াসিম জাফর (Wasim Jaffer About Rain Fate of India and Pakistan) ৷

মেলবোর্ন, 30 অক্টোবর: 22 অক্টোবর থেকে শুরু হয়েছে টি20 বিশ্বকাপের (T20 World Cup 2022) মূলপর্ব অর্থাৎ, সুপার টুয়েলভে গ্রুপ 1 ও 2 এর খেলা ৷ আর তার ঠিক দু’দিন পর টি20 বিশ্বকাপের আসরে অন্য খেলা শুরু করেছে বৃষ্টি ৷ যার জেরে ইতি মধ্যে 4 টি ম্যাচ বাতিল করতে হয়েছে ৷ যার মধ্যে 3টি ম্যাচে টস পর্যন্ত করা যায়নি ৷ আরও একটি ম্যাচ ডাকওয়ার্থ লুইস নিয়মের জেরে ইংল্যান্ডকে হারতে হয়েছে ৷ তবে, অস্ট্রেলিয়ার আকাশে বৃষ্টির এই খেলার হাত থেকে আপাতত সুরক্ষিত ভারত এবং পাকিস্তান (Wasim Jaffer About Rain Fate of India and Pakistan) ৷

হ্যাঁ, 23 অক্টোবর মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, ম্যাচের আগে বা পরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি ৷ ফলে, নির্বিঘ্নে পুরো 40 ওভারের খেলা হয় ৷ পাশাপাশি, পাকিস্তান বনাম জিম্বাবোয়ে এবং ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ কিন্তু এই দুই দলের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি ৷ আর সেই নিয়েই মজার একটি ভিডিয়ো টুইট করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর ৷ যার ক্যাপশনে জাফর লেখেন, ‘‘ভারত ও পাকিস্তান যেভাবে এই বিশ্বকাপে বৃষ্টি থেকে বাঁচছে ৷’’

আরও পড়ুন: টি20 বিশ্বকাপে অবশেষে জয় পাকিস্তানের, ডাচদের 6 উইকেটে হারালেন বাবররা

ওয়াসিম জাফর ভারত ও পাকিস্তানের সৌভাগ্যকে নিয়ে মজা করলেও, সুপার টুয়েলভে গ্রুপ-2 এ অস্ট্রেলিয়ার এই বৃষ্টি ব্যাপকভাবে প্রভাব ফেলেছে ৷ বিশেষত, আফগানিস্তানের উপর ৷ তাদের দু'টি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে ৷ সেখানে আয়োজন অস্ট্রেলিয়াও বৃষ্টির কারণে সমস্যায় পড়েছে ৷ তাদের ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় ৷ এই পরিস্থিতিতে দু'দলই তিন ম্যাচে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে ৷ আর দু'দলের মুখোমুখি হওয়া ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে ৷ ফলে 3 পয়েন্ট নিয়ে গ্রুপে ইংল্যান্ড দু’নম্বরে ও অস্ট্রেলিয়া চার নম্বরে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.