ETV Bharat / sukhibhava

Tips for Healthy Nails: কীভাবে আপনার নখও করে তুলবেন সুন্দর, জেনে নিন সেই টিপস

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 11:31 AM IST

Healthy Nails: সুন্দর স্বাস্থ্যের পাশাপাশি নখের যত্ন নেওয়া প্রয়োজন ৷ নখ সুন্দর রাখতে কী কী করবেন জেনে নিন ৷

Tips for Healthy Nails News
সুন্দর নখ পেতে চাইলে মেনে চলুন এই টিপসগুলি

হায়দরাবাদ: অনেক যত্ন নিয়ে বাড়ানো নখ কয়েক দিনেই ভেঙে যাওয়ার সমস্যা ? কী করলে কমবে এই সমস্যা ? এইসব সমস্যা শুধু আপনার নয় । এই সমস্যা সবার । তার জন্য বার বার পার্লারে ছুটছেন অনেকেই ৷ মাসে দু’বার করে ম্যানিকিয়োর করত্ হচ্ছে ? কিন্তু ঠিক কী করলে কমবে এই সমস্যা জানেন ?

সবের আগে খেয়াল রাখা দরকার পুষ্টির দিকে । শরীরে পুষ্টির অভাব ঘটলে অনেক সময়েই নখ ভেঙে যাওয়া, চুল পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় । এরজন্য নজর দিতে হবে দৈনন্দিন খাওয়াদাওয়ার অভ্যাসে ।

কী ধরনের খাওয়াদাওয়া করলে কমতে পারে নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা ? দেখে নিন ৷

1) খুব দামি কোনও প্রোটিন খাবার প্রয়োজন পড়ে না । প্রতিদিনের খাবারের মধ্যে থাকেই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং খনিজ পদার্থ । তাই রোজ পরিমাণমতো প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবার খাওয়া একান্ত জরুরি ।

2) নখ ভালো রাখার জন্য উল্লেখযোগ্য উপাদান হলো ভিটামিন ডি ও ক্যালসিয়াম । তাই ভিটামিন ডি ও ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া প্রয়োজন । দুধ বা দুধের তৈরি যেকোনও জিনিস খাওয়া নখের জন্য ভালো বলে মনে করা হয় ।

3) নখের জন্য আরেকটি উল্লেখযোগ্য উপাদান হল তেল যুক্ত মাছ । তেল যুক্ত মাছে প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড থাকে । এইসমস্ত উপাদান খাওয়ার ফলে নখের জোর বাড়ে ।

4) ভিটামিন সি জাতীয় কিছু ফল খাওয়া খুব জরুরি । কমলালেবু ,আমলকি এবং কিউই খেতে পারেন । এর ফলে নখ শক্ত থাকে । আপনার নখ হয়ে উঠবে সুন্দর ৷

5) এছাড়াও বাদাম, ডিম, বিনসের মতো কিছু জিনিস ও নখের জন্য খাওয়া ভীষণ জরুরি । এগুলি খেলে নখ ভাঙার পরিমাণ কমে যাবে । নখ সুন্দরও থাকবে । আপনার শরীরও সুস্থ থাকবে ৷

আরও পড়ুন: সহজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে মেনে চলুন এই ঘরোয়া টিপস

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.