ETV Bharat / sukhibhava

চুলপড়া কী ?

author img

By

Published : Mar 16, 2021, 3:51 PM IST

চুলপড়া কী ?
চুলপড়া কী ?

সাধারণত আমাদের চুল গজায়, বাড়ে, পড়ে যায়, আবার গজিয়ে ওঠে । এই অনুপাতে গণ্ডগোল হলে তাকেই চুল পড়া বলে এবং আমরা মাথায় ফাঁকা অংশ লক্ষ্য করি । স্বাভাবিকভাবে চুল বাড়ার সময় যদি কোনও শকের পরিস্থিতি তৈরি হয়, তাহলেও চুল পড়া শুরু হতে পারে ।

চুলপড়া কারও ব্যক্তিগত ও পেশাদার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে । এতে মানুষের ওপর মনস্তাত্ত্বিক ও সামাজিকভাবে চাপের সৃষ্টি হয়, যার জেরে হীনমন্যতা, আত্মসম্মানের অভাব ও ডিপ্রেশনের সৃষ্টি হতে পারে । করোনার পর রোগীদের মধ্যে এটা আরও বেশি দেখা যাচ্ছে । সেলেবদের অনেকেই ট্যুইট করতে শুরু করার পর এদিকে অনেকের নজর পড়েছে ।

ড. অক্ষয় বাত্রা, বাত্রা গ্রুপ অফ কোম্পানিজের ভাইস চেয়ারম্যান ও এমডি, এবং লন্ডনের ট্রাইকোলজিক্যাল সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি, কথা বললেন ইটিভি ভারত সুখীভবর সঙ্গে ।

ডক্টর বাত্রাজ-এর করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে,

  • ৭৫ শতাংশেরও বেশি মহিলা টাকমাথা পুরুষকে কম আকর্ষণীয় মনে করেন ।
  • ৮০ শতাংশ পুরুষের লম্বা চুলের মহিলাদের পছন্দ ।
  • ৮১ শতাংশ চুল পড়ার চিরাচরিত চিকিৎসার বদলে বিকল্প চিকিৎসাপদ্ধতি পছন্দ করেন ।
  • ৮৮ শতাংশ মনে করেন যে আপনাকে কেমন দেখাবে, তা নির্ভর করে চুলের ওপরে ।

চুল পড়ার সম্ভাব্য কারণ:

1. সেইসব মানুষ যারা সাইজ জিরো পাওয়ার অবাস্তব আশা নিয়ে ক্র্যাশ ডায়েট করেন ।

2. স্ট্রেস ।

3. ওষুধ, অস্ত্রোপচার, টাইফয়েড, ম্যালেরিয়া থেকে পাওয়া শক ।

4. সন্তানের জন্ম ও মেনোপজের পর চুল পড়া প্রায়ই দেখা যায়, যার কারণ হল হরমোনের পরিবর্তন । ইস্ট্রোজেন চুল গজানোয় সাহায্য করে, আর প্রজেস্টেরন চুল পড়ার । জীবনে এই দুই সময়েই ইস্ট্রোজেন কমে যাওয়ায় চুল পড়ে । এধরণের ক্ষেত্রে, চুল ফের গজানোর জন্য আমাদের মাস তিনেক অপেক্ষা করা উচিত । পিসিওডি-র রোগীদের ক্ষেত্রেও এটা দেখা যায় ।

5. জলে ক্ষারের বেশি পরিমাণ, অথবা হঠাৎ স্থান পরিবর্তন করে হার্ড ওয়াটারযুক্ত এলাকায় গেলেও চুল পড়তে পারে ।

সাধারণত আমাদের চুল গজায়, বাড়ে, পড়ে যায়, আবার গজিয়ে ওঠে । এই অনুপাতে গণ্ডগোল হলে তাকেই চুল পড়া বলে এবং আমরা মাথায় ফাঁকা অংশ লক্ষ্য করি । স্বাভাবিকভাবে চুল বাড়ার সময় যদি কোনও শকের পরিস্থিতি তৈরি হয়, তাহলেও চুল পড়া শুরু হতে পারে । চুল পড়ার পর্যায় ছয় সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত হতে পারে । অর্থাৎ এই সময়সীমার পরেই আপনি সেটা লক্ষ্য করতে পারেন ।

শকের পর কেন চুল পড়ে?

চুল হল দেহের সবথেকে দ্রুত বাড়তে থাকা কোষ । এই কোষ দ্রুত বাড়তে থাকে বলে এর অনেকটা পুষ্টি প্রয়োজন হয় ।

আরও পড়ুন : আগেভাগে ক্যানসার নির্ণয়ের বহুমুখী উপকারিতা

চুল পড়ার কয়েক ধরণ

চুলের গোড়ার ক্ষতি হয় না, এটা সাময়িক হওয়ায় ১০০ শতাংশ চুল ফিরে আসে । অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার ক্ষেত্রে হেয়ার ফলিকলে সঙ্কুচিত হয় এবং চুল ফের বাড়া কঠিন হয়ে পড়ে ।

চুল পড়ার কারণ খুঁজে সেই অনুযায়ী চিকিৎসা করুন । বিভিন্ন ধরণের চুলপড়ার জন্য বিভিন্ন ধরণের চিকিৎসা রয়েছে । আয়রনের অভাব, থাইরয়েড, পিসিওডি, হরমোনের কারণে চুল পড়লে তা সারানো সহজ । সবথেকে পরিচিত চিকিৎসা– হোমিওপ্যাথি, তার সঙ্গে পুষ্টির ঘাটতি মেটাতে খাওয়াদাওয়া ।

আমরা ডক্টর বাত্রাজের এসটিএম সেল বা এইচভিটি ট্রিটমেন্টের সঙ্গে হোমিওপ্যাথিরও পরামর্শ দিই । গুরুতর ক্ষেত্রে – চুল প্রতিস্থাপন, পরচুলা, ইনস্ট্যান্ট হেয়ার স্প্রে ইত্যাদিরও পরামর্শ দেওয়া হয় ।

আরও জানতে যোগাযোগ - danielle.gracias@drbatras.com

ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/DrBatrasHealthcare

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.