ETV Bharat / sukhibhava

Impact of Bird Flu: মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে ব্লার্ড ফ্লু ! সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

author img

By

Published : Jul 15, 2023, 2:01 PM IST

Bird Flu
ব্লার্ড ফ্লু

মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বার্ড ফ্লু ৷ একটি সমীক্ষায় এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ পাশাপাশি এই বিষয়ে সতর্কও করা হয়েছে ৷

নয়াদিল্লি, 15 জুলাই: বার্ড ফ্লু অতিসহজেই ছড়িয়ে পড়তে পারে মানুষ ও স্তন্যপায়ী প্রাণীদের শরীরে ৷ এইরকমই সতর্ক বার্তা জারি করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা ৷ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা H5N1 পাখিদের থেকেও মানুষের মধ্যে দ্রুত সংক্রমিত হয় ৷ শুধু তাই নয় পাখির থেকেও দ্রুত মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাস ৷

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি পাখিদের মধ্যে আরও একটি নতুন ভাইরাসের সন্ধান মিলেছে যা মানুষ এবং পশু সকলের জন্যই ক্ষতিকারক ৷ হু প্রকাশিত এই রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পরার প্রবণতা বেশি দেখা গিয়েছে ৷ 2022 সালে পশুদের স্বাস্থ্যের উপর একটি পরীক্ষা হয় ৷ সেই সমীক্ষেতেই জানা গিয়েছে, প্রতি 10টি শহরের মধ্যে তিনটি শহরে প্রাণী মধ্যে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷

আরও পড়ুন: ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই স্বাস্থ্যকর পানীয়গুলি

ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথের বিজ্ঞানী জর্জীয় টরেস বলেন, "বর্তমানে বিভিন্ন দেশে এই ভাইরাস প্রকৃতি বদলেছে ৷ ভাইরাস নতুন রূপে প্রাণী ও পাখিদের উপর থাবা বসাচ্ছে ৷ তাই মৃত্যু হয়ছে বন্য পাখীদের ৷ এটি স্তন্যপায়ী প্রাণীদের জন্য বিপদের সংকেত ৷" বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রাকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, 2021 সাল পর্যন্ত 8 জন মানুষের শরীরে H5N1 ভাইরাসের উপলস্থিতি পাওয়া গিয়েছে ৷ মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ হলে মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ বার্ড ফ্লুতে আক্রান্ত মৃত পাখির সংস্পর্শে এলে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে য়ায় ৷ ফ্লুতে আক্রান্ত মৃত পাখির বিষ্ঠা (মল)ক সংস্পর্শে এলেও H5N1 ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবান থাকে ৷

মানুষের শরীরে এই ভাইরাসের প্রবেশ ঘটলে মৃত্যু পর্যন্ত হতে পারে । হু-এর এক অতিমারি বিশেষজ্ঞ এমনটাই ইঙ্গিত দিয়েছেন ৷ তবে আশার কথা হল এখনও পর্যন্ত এই ভাইরাস মানুষের শরীরে সংক্রংমিত হয়েছে এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ৷ তাই এই বার্ডফ্লু বা H5N1 ভাইরাসটি সংক্রমক কি না তার কোনও প্রামাণ মেলেনি ৷ তবে পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটির প্রকৃতির পরিবর্তন হচ্ছে কি না তা নিয়ে পরীক্ষা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.