ETV Bharat / sukhibhava

শীঘ্রপতন, চিন্তিত হওয়া উচিত?

author img

By

Published : Jul 7, 2020, 1:11 PM IST

আজকাল পুরুষদের মধ্যে শীঘ্রপতনের ঘটনা বেশি চোখে পড়ছে । এই সমস্যা মূলত দু’ধরণের । পার্মানেন্ট প্রিম্যাচিওর ইজাকুলেশন এবং দুই, সেকেন্ডারি প্রিম্যাচিওর ইজাকুলেশন।

শীঘ্রপতনের সমস্যা
শীঘ্রপতনের সমস্যা

হায়দরাবাদ, 7 জুলাই : যৌনতা নারী-পুরুষ সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ, যা শুধু যুগলদের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র তৈরি করে তাই নয়, বন্ধনকেও মজবুত করে । অন্য অসুস্থতার মতোই, যৌন সমস্যাও আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে । পুরুষদের মধ্যে এমনই একটি গুরুত্বপূর্ণ, কিন্তু চিকিৎসাযোগ্য সমস্যা হল শীঘ্রপতন । পেনিট্রেশনের এক মিনিট বা তার কম সময়ে পুরুষের বীর্যস্খলন হলে তাকে শীঘ্রপতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন বলে । পেনিট্রেশনের পর ইজাকুলেশনের স্বাভাবিক সময়সীমা হচ্ছে তিন থেকে পাঁচ মিনিট। এক মিনিটের কম সময়ে তা হলে চিন্তার কারণ রয়েছে।

পুরুষের শীঘ্রপতনের পিছনে অনেকগুলো কারণ কাজ করে। অ্যান্ড্রোলজিস্ট রাহুল রেড্ডি বোঝালেন, কেন আজকাল পুরুষদের মধ্যে শীঘ্রপতনের ঘটনা বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, "এই প্রজন্মের পুরুষদের মধ্যে প্রাপ্তবয়স্কদের ছবি দেখার ঝোঁক রয়েছে ও তাঁরা অনেক আগে থেকেই হস্তমৈথুন শুরু করেন । এটাই একটা সবথেকে বড় কারণ, যেজন্য আজকাল পুরুষদের মধ্যে শীঘ্রপতনের ঘটনা বেশি চোখে পড়ছে ।"

এই সমস্যা মূলত দু’ধরণের । এক, পার্মানেন্ট প্রিম্যাচিওর ইজাকুলেশন এবং দুই, সেকেন্ডারি প্রিম্যাচিওর ইজাকুলেশন। প্রথমটির ক্ষেত্রে শীঘ্রপতনের সমস্যা শুরু থেকেই থাকে । পুরুষদের মধ্যে এই সমস্যা পরে তৈরি হয় না। কিন্তু দ্বিতীয় ধরনটির ক্ষেত্রে শীঘ্রপতনের সমস্যা পরে দেখা যায় । পুরুষদের মধ্যে সেটা আস্তে আস্তে তৈরি হয়, শুরু থেকে থাকে না।

শীঘ্রপতনের সমস্যা সব বয়সের পুরুষের মধ্যে দেখা যায় । স্থায়ী সমস্যা যাঁদের, তাঁদের থেকে সেকেন্ডারি প্রিম্যাচিওর ইজাকুলেশনে যাঁরা ভুগছেন, তাঁদের সমস্যা সামান্য আলাদা। কেন, তা ব্যাখ্যা করলেন ডাক্তার রাহুল রেড্ডি ।

তিনি জানান, "সেকেন্ডারি প্রিম্যাচিওর ইজাকুলেশনের ক্ষেত্রে, সমস্যা তৈরি হয় বাইরের প্রভাবের জন্য, যেমন হরমোনের ভারসাম্যহীনতা, পারফর্মেন্স অ্যাংজাইটি, যৌন মিলনে অতীতে ব্যর্থতা, প্রস্টেটে সংক্রমণ, অতি-উত্তেজনা, সম্পর্কজাত চাপ ও অপরাধবোধ এবং অবসাদ । সেকেন্ডারি সমস্যার ক্ষেত্রে পুরুষাঙ্গের সংবেদনশীল ত্বক, শক্ত ফোরস্কিনও কারণ হয়ে দাঁড়ায় । আর পার্মানেন্ট প্রিম্যাচিওর ইজাকুলেশনের ক্ষেত্রে এই সমস্যা প্রথম থেকেই থাকে । পরে তৈরি হয় না।" দুই ধরনের সমস্যার চিকিৎসাও আলাদা। ডক্টর রাহুল রেড্ডি বলেন, "স্থায়ী সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের কাউন্সেলিং, সাইকোথেরাপি, রিল্যাক্স করার পদ্ধতি, স্টার্ট অ্যান্ড স্টপ পদ্ধতির পাশাপাশি কিছু কোমরের ব্যায়ামও দেওয়া হয়। এই চিকিৎসার লক্ষ্য থাকে, যাতে এই মানুষদের মনকে তৈরি করে সমস্যা থেকে বার করে আনা যায় । কিন্তু যাঁদের এই সমস্যা পরে তৈরি হয়, তাঁদের সমস্যার কারণ অনুযায়ী চিকিৎসা করা হয় ।"

যদিও এগুলো হল বেসিক চিকিৎসা, আসল চিকিৎসা হয় ওষুধের মাধ্যমে। বেশিরভাগ পুরুষই (80 শতাংশ) ওষুধে ভাল সাড়া দেন এবং তাঁদের পারফরম্যান্সেও উন্নতি হয়, আর খুব কম জনেরই উন্নতি দেখা যায় না। যাঁদের মানসিক চাপের জন্য শীঘ্রপতন হয়, তাঁদের ক্ষেত্রেই ওষুধ ঠিকমতো কাজ করে না, কারণ মানসিক চাপই ওষুধের ক্ষমতাকে দমিয়ে দেয়। এইসব পুরুষদের ক্ষেত্রে অস্ত্রোপচার হচ্ছে আরেকটা বিকল্প । ডাক্তার রেড্ডির কথায়, "অস্ত্রোপচার হচ্ছে শেষ বিকল্প।" শীঘ্রপতন হচ্ছে বহু পুরুষের কাছে উদ্বেগের বিষয়, কারণ এটা যৌনজীবনে প্রভাব ফেলে। শীঘ্রপতনের কারণে সম্পর্কে নানা সমস্যা তৈরি হয়, সেজন্য এটা বড় চিন্তার কারণ। পরিশেষে ডাক্তার রেড্ডি বলেন, "কম বয়সে হস্তমৈথুন (13-14 বছর বয়সে) এবং পর্ন ছবি দেখা শীঘ্রপতনের বড় কারণ হলেও, চাপবিহীন জীবনযাপন এবং পারফরম্যান্সের ব্যাপারে দুশ্চিন্তা না করাটা এই সমস্যার প্রধান সমাধান।"

আপনিও ডাক্তার রাহুল রেড্ডির সঙ্গে আপনার প্রশ্ন নিয়ে যোগাযোগ করতে পারেন andrologistdoctor@gmail.com-এ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.