ETV Bharat / sukhibhava

New Year Gifts: নতুন বছরে পকেট-বান্ধব এই 5 উপহার মন গলাবেই প্রিয়জনেদের

author img

By

Published : Dec 30, 2022, 5:23 PM IST

প্রিয়জনেদের নতুন বছরে দুরন্ত এই পাঁচ উপহার দিতে পারেন (Brilliant Gifting Ideas)৷ 2023-কে স্বাগত জানিয়ে এই উপহার কেনার জন্য পকেটেও বেশি চাপ পড়বে না (New Year Gifts)৷

New Year Gifts ETV Bharat
নতুন বছরের উপহার

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: বছর শেষ (Welcome 2023)৷ সময় এসেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার ৷ আর আগামী বছরে পা রাখার আগে নানা পরিকল্পনা ঘোরাফেরা করে আমাদের মাথায় ৷ থাকে প্রিয়জনেদের উপহার (New Year Gifts) দেওয়ার ভাবনাও ৷ তবে পকেটের কথাটাও মাথায় রাখতে হয় ৷ বাজেট-বান্ধব কোন উপহারগুলি আপনার প্রিয়জনের মন গলাবেই...তার একটি তালিকা রইল আপনাদের জন্য (Brilliant Gifting Ideas)৷

সুবাসিত মোমবাতি

New Year Gifts ETV Bharat
সুবাসিত মোমবাতি

আপনি যাকে উপহার দিচ্ছেন তাঁর প্রতি আপনার ভালোবাসা প্রকাশে কার্যকরী উপহার হতে পারে সুগন্ধি মোমবাতি ৷ এগুলি দেখতে যেমন সুন্দর, তেমনই আবার সুগন্ধযুক্ত ৷ এগুলি জ্বালালে ঘর আলোকিত হওয়ার পাশাপাশি এর সুবাস আবেশে ভরিয়ে দেবে সবাইকে ৷ কাজেই নতুন বছরের আদর্শ উপহার হতে পারে এই সুবাসিত মোমবাতি ৷

গাছ

New Year Gifts ETV Bharat
গাছ

সবুজ উদ্ভিদ জীবনের বৃদ্ধি, সতেজতা এবং শান্তির প্রতীক । কোনও প্রিয় ব্যক্তি বা আপনার পরিবারকে ছোট একটি উপহার দিলে তাঁদের প্রতি আপনার অনুরাগ এবং শুভেচ্ছা প্রকাশিত হয় । যখন একজন জীবনের কোনও অধ্যায় শুরু করে, তখন তাঁকে উপহার দেওয়ার জন্য এটি একটি নিখুঁত উপহারের বস্তু ৷

আরও পড়ুন: নিউ ইয়ারে ব্রাত্য গ্রিটিং কার্ড, শুভেচ্ছা জানাতে তৈরি হোয়াটসঅ্যাপ মেসেজ !

কাস্টমাইজড মগ

New Year Gifts ETV Bharat
কাস্টমাইজড মগ

বছরের যে কোনও সময় উপহার দেওয়া যায় কফিমগ (Customized Mugs)৷ নতুন বছর উদযাপনের সময় কোম্পানির কর্মীদের বা কোনও প্রিয় ব্যক্তিকে কফিমগে মিষ্টি কোনও বার্তা লিখে উপহার দেওয়ার চল রয়েছে ৷ ছোট হলেও এই উপহারের প্রভাব সুদূরপ্রসারী ৷ মগের উপর মুদ্রিত একটি মিষ্টি কাস্টমাইজড নোট স্মরণীয় উপহার হিসেবে বিবেচিত হয় ৷ যতদিন সেই ব্যক্তি ওই কফিমগে চুমুক দেবেন, ততদিন তিনি আপনাকে মনে রাখবেন ৷

টাইপোগ্রাফিক ক্যালেন্ডার

New Year Gifts ETV Bharat
টাইপোগ্রাফিক ক্যালেন্ডার

নতুন বছরের জন্য একটি সাধারণ উপহারের বস্তু হল ক্যালেন্ডার ৷ শুধু উপহার হিসেবে নয়, কার্যকারিতার দিক থেকেও এই উপহারের কদর অপরিসীম । তবে উপহারে টুইস্ট আনতে সাধারণ দেওয়াল ক্যালেন্ডারের পরিবর্তে আত্মীয় ও বন্ধুবান্ধবদের টাইপোগ্রাফিক ডিজাইনার ক্যালেন্ডার (Typographic Calendars) উপহার দিলে তা তাঁদের মনে ধরবেই ৷

হরেক রকম চকোলেটের বক্স

New Year Gifts ETV Bharat
চকোলেট বক্স

চকোলেট যে কোনও সেলিব্রেশনকেই আরও চনমনে করে তোলে (Assorted Chocolate Box)৷ রকমারি বৈচিত্র্যের মিশেলে চকোলেটের একটি কাস্টমাইজড বক্স তৈরি করুন ৷ বেলজিয়ান হোক, বা হোয়াইট, ট্রাফল বা সুইস চকোলেট, এমন একটি উপহার যে কোনও ব্যক্তির নতুন বছরকে একটা মিষ্টি সূচনা দেবে তাতে কোনও সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.