ETV Bharat / sukhibhava

Sexual Wellness: যৌনসঙ্গম সম্পর্কে এই কয়েকটি তথ্য আপনাকে জানতেই হবে

author img

By

Published : Sep 12, 2022, 2:05 PM IST

যৌন মিলন যদি 10 থেকে 14 মিনিট স্থায়ী হয় তাহলে তা দীর্ঘ ধরে নিতে হয় । মেয়েরা কতক্ষনে সুখ পায় জানুন (Sex Tips) ৷

Sex Tips News
যৌনসঙ্গমে মেয়েদের সুখ কতক্ষনে

হায়দরাবাদ: সঙ্গমের চূড়ান্ত মুহূর্ত । কেউ কেউ ভাবেন পুরুষরা দীর্ঘক্ষণ সঙ্গম করতে পারেন । তবে মহিলাদের ঠিক কতক্ষণের সঙ্গমে চাহিদা মেটে ? অনেকেরই যৌন সম্পর্ক নিয়ে অনেক ভুল ধারণা থাকে । কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যৌন মিলন যদি 10 থেকে 14 মিনিট স্থায়ী হয় তাহলে তা দীর্ঘ ধরে নিতে হয় (Sex Tips)। তবে অনেকের ক্ষেত্রে শীঘ্রপতনের সমস্যা আছে । সেক্ষেত্রে মাত্র কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় আনন্দ ।

পুরুষ-নারীর জীবনে যৌন উত্তেজনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । সঙ্গীকে খুশি করতে না পারার থেকে বেশি দুঃখের বোধহয় কিছুই হয় না । দীর্ঘক্ষণ সঙ্গীর সঙ্গে সঙ্গমের মত্ত থাকার বাসনা রয়েছে অনেকেরই । তবে যৌনমিলনের সঠিক সময় ঠিক কতটা ? এইনিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে । এক গবেষণায় জানা গিয়েছে, সর্বোত্তম যৌন মিলনের সময়-ব্যপ্তি 7 থেকে 13 মিনিট পর্যন্ত হওয়া উচিত ।

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ বিশেষ কিছু তথ্য দিয়েছেন । ভালো যৌনমিলন 7-13 মিনিটের হয় । সমীক্ষায় বিশেষজ্ঞরা বলেছেণ 3 মিনিটের যৌনমিলন হল পর্যাপ্ত সময় । এই গবেষণা আরও জানিয়েছে, যৌনতার ক্ষেত্রে আদর্শ সময় এটাই । আরেক সমীক্ষায় জানা গিয়েছে, যৌনবিষয়ে সঠিক শিক্ষা থেকে শুরু করে শারীরিক গঠনের উপর ভিত্তি করে যৌনমিলনের সময়ব্যপ্তির তারতম্য দেখা যায় ।

আরও পড়ুন: আনন্দে ভরে উঠবে যৌন মিলনের মুহূর্ত, মাথায় রাখুন এই সমস্ত টিপস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.