ETV Bharat / sukhibhava

Coriander Leaves Juice Benefits: ধনেপাতার রস ডায়াবেটিসে উপকারী! জেনে নিন এর অন্যান্য স্বাস্থ্য উপকারিতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 9:49 PM IST

ধনেপাতা শুধু রান্নাঘরে ব্যবহৃত মশলাই নয়, এটি ঔষধি গুণেও পরিপূর্ণ । আপনি কি জানেন, ধনেপাতার রস স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী । হজমের উন্নতি থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা ৷ জেনে নিন, ধনেপাতার রসের উপকারিতা ৷

Coriander Leaves Juice Benefits News
ধনে পাতার রস ডায়াবেটিসে উপকারী

হায়দরাবাদ: ধনেপাতা ভারতীয় খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান । খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। খাবারে এর পাতা ব্যবহার করা ছাড়াও আপনি এর রস পান করতে পারেন । তাজা ধনেপাতার রস খেলেও অনেক উপকার পাওয়া যায় । ধনেপাতাতে অনেক প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় ৷ যার মধ্যে ভিটামিন এ, সি, কে, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ এবং ফাইবার ।

এছাড়াও, ভিটামিন-সি এবং বিটা-ক্যারোটিনের মতো অ্যান্টি-অক্সিডেন্টও ধনেপাতার রসে পাওয়া যায় ৷ যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে একটি সুস্থ ইমিউন সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে। এগুলি ছাড়াও হজমকে উন্নত করে ৷ জেনে নিন, ধনেপাতার রসের উপকারিতা কী কী ।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে: ধনেপাতার রস লিভারের কার্যকারিতা উন্নত করে ৷ যা শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ।

পিরিয়ডের সম্যসা কমাতে সাহায্য করে: ধনেপাতার রস পিরিয়ডের যন্ত্রণা কমাতে সাহায্য করে । এই সময়ে ক্র্যাম্প, ফোলা এবং ব্যথার উপশম করে ।

হার্টের জন্য ভালো: নিয়মিত ধনেপাতার রস পান করলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো হয় । এতে উপস্থিত পটাশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে ।

চাপ কমায়: গবেষণায় দেখা গিয়েছে, ধনেপাতার রস মানসিক চাপ কমায় । এটি আপনার স্নায়ুকে শান্ত করে এবং স্বাভাবিকভাবেই আপনার ঘুমের চক্রকে উন্নত করে ।

হাড় শক্তিশালী করে: ধনেপাতার রসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে । এটি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে হাড় মজবুত করে । এটি তাদের শক্তিশালী করতেও খুব সহায়ক।

চোখের জন্য উপকারী: ধনেপাতাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন । এই দুটি উপাদানই চোখের জন্য খুবই উপকারী । ফলে ধনেপাতার রস পান করলে চোখের অনেক উপকার হয় ।

ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে: অনেক গবেষণায় দেখা গিয়েছে যে রোদে পোড়া ইত্যাদির মতো ত্বকের জ্বালাপোড়ার ক্ষেত্রে ধনেপাতার রস বেশ কার্যকরী হতে পারে ।

হজম উন্নতি করে: উপরে উল্লিখিত সকল উপকারিতা ছাড়াও ধনেপাতার রস হজমের জন্যও খুবই উপকারী । এই রস এর বৈশিষ্ট্যগুলির কারণে হজম ভালো করে ।

আরও পড়ুন: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, কমে কোষ্ঠকাঠিন্যও! মূলো পাতে থাকলে শরীর থাকবে ঝরঝরে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.