ETV Bharat / sukhibhava

Heart attack and Gas pain: গ্যাসের ব্যথা না হার্ট-অ্যাটাক ! সূক্ষ্ম পার্থক্য বুঝবেন এই লক্ষণ দেখেই

author img

By

Published : Aug 18, 2023, 8:55 PM IST

Updated : Aug 18, 2023, 11:02 PM IST

বুকের বাঁ-দিকে আচমকাই ব্যথা অনুভব হওয়া ৷ সেই ব্যথা গ্যাস থেকে নাকি, হার্ট-অ্যাটাকের ব্যথা বা লক্ষণ তা অনেক সময় বোঝা সম্ভব হয় না ৷ চিকিৎসকদের মতে, খুব সুক্ষ হলেও এই দুই ব্যথার মধ্য়ে পার্থক্য রয়েছে ৷ প্যানিক না-হয়ে ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন অনায়াসেই ৷

Difference between Gas Pain & Heart Attack
গ্যাসের ব্যথা না হার্ট অ্যাটাক ! এই লক্ষণেই বুঝুন

হায়দরাবাদ: রাতে খেয়ে শুয়ে পড়েছেন ৷ হঠাৎ আপনার মনে হচ্ছে, বাঁ-দিকের বুকের কাছে চিনচিনে ব্যথা হচ্ছে ৷ সেই ব্যথা থাকছে অনেকক্ষণ ৷ আপনার মনে হচ্ছে, শ্বাস নিতে পারছেন না ৷ কষ্ট হচ্ছে বুকের কাছে ৷ এমন লক্ষণ দেখলে স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন ভয় পেয়ে যান ৷ হার্ট-অ্যাটাক কি না, এই ভেবে ছোটেন ইমারজেন্সিতে ৷ কিন্তু সেখানে চিকিৎসক জানালেন ভয়ের কিছু নয় ৷ গ্যাস থেকে ব্যথা ৷ এই বিষয়টা অনেকের জীবনে একটা বড় সমস্যা ৷ বুকে গ্যাস থেকে ব্যথা, না হার্ট-অ্যাটাকের লক্ষণ পার্থক্য করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না ৷ চিকিৎসকরা বলছেন, গ্যাসের ব্যথা ও হার্ট-অ্যাটাকের ব্যথার সূক্ষ্ম পার্থক্য রয়েছে ৷

Difference between Gas Pain & Heart Attack
সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন

গ্যাসের ব্যথা কীভাবে বুঝবেন

হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই-অক্সাইডের মতো ডিওডোরাইজড গ্যাসের সমন্বয়ে পেটের গ্যাসের কারণে বুকে গ্যাসের ব্যথার লক্ষণ দেখা দেয়। প্রতিদিন পরিষ্কার প্রাতঃক্রিয়া না-হলে, রাতে তেল-ঝাল-মশলা জাতীয় খাবার খেলে, খাবার ঠিক মতো হজম না-হলে, অসময়ে ভুল খাবার গ্রহণ করলে ইত্যাদি নানা কারণে বুকে গ্যাসের ব্যথার লক্ষণগুলি অনুভূত হয় ৷ যা প্রায়ই হার্ট-অ্যাটাকের মতো মনে হয় ৷ তবে সাধারণ পর্যায়ে এই সমস্যার সমাধান বাড়িতেই সম্ভব। আপনি যদি বুকে গ্যাস ব্যথার নিম্নলিখিত লক্ষণগুলি অতিরিক্ত পর্যায়ে অনুভব করেন তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন ৷

  • বেলচিং (মুখ দিয়ে গ্যাস বের হওয়া)
  • পেট ফাঁপা (বাত কর্ম হওয়া)
  • পেটের ব্যথা (ক্র্যাম্পস যেমন হয়)
  • বমি হওয়া
  • ভিতর থেকে অতিরিক্ত একটা চাপ অনুভব করা (ডিসটেনশন)
  • বদহজমের ঢেঁকুর ওঠা
  • মুখের ভিতর টকটকভাব
  • বুকে একটা জ্বলুনিভাব
  • শুলে বুকে বেশি ব্যথা অনুভব করা
  • ভিতর থেকে অস্থিরভাব হওয়া

মূলত, এই লক্ষণগুলি গ্যাসের ব্যথার লক্ষণ হিসাবে ধরতে পারেন ৷

Difference between Gas Pain & Heart Attack
প্যানিক না হয়ে বুকের ব্যথার পার্থক্য জানুন

হার্ট-অ্যাটাকের ব্যথা কীভাবে বুঝবেন

হার্ট-অ্যাটাক অনেক সময় অতীতে সেই ব্যক্তির মেডিক্যাল রিপোর্টের উপর নির্ভর করে ৷ অর্থাৎ সেই ব্যক্তির করোনারি আর্টারিতে ব্লকেজ আছে কি না, বা অনান্য শারীরিক সমস্যা রয়েছে কি না, তা অবশ্য জেনে রাখতে হয় ৷ তবে যেহেতু গ্যাসের ব্যথার মতোই হার্ট-অ্যাটাকের ব্যথা মনে হলেও কিছু পার্থক্য থাকে ৷ যেমন-

  • বুকে ব্যথা (ভারীভাব অনুভব, চাপ মনে হওয়া, বুকের মধ্যে স্কুইজিং-এর মতো হওয়া ৷)
  • বাম কাঁধ-সহ এক বা উভয় বাহুতে তীব্র ব্যথা অনুভব হওয়া
  • হৃদস্পন্দন বেড়ে যাওয়া
  • হার্ট রেট বেড়ে যাওয়া
  • শ্বাসকষ্ট শুরু হওয়া (স্বাভাবিক প্রশ্বাস-নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া)
  • প্রচন্ড ক্লান্তিভাব আসা
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • শরীর ঠান্ডা হয়ে ঘাম হওয়া বা অতিরিক্ত ঘাম হওয়া
  • এমন লক্ষণ যদি কারোর মধ্যে দেখেন তাহলে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত ৷

আরও পড়ুন: হার্টের সমস্যায় ভুগছেন ? এই ফলগুলি খেলে পেতে পারেন উপকার

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷)

Last Updated :Aug 18, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.