ETV Bharat / sukhibhava

Aloe Vera for Hair Care: চুলের সমস্যার নিরাময়ে অ্যালোভেরা! এভাবে তৈরি করুন হেয়ার মাস্ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 7:47 PM IST

Aloe Vera for Hair Care News
চুলের সমস্যার নিরাময় হল অ্যালোভেরা

Hair Care: সুন্দর চুল সবারই কাম্য । এর জন্য মানুষ দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন । চুল মজবুত করতে অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন । এর ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত হয় । অ্যালোভেরাতে অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায় যা চুলের জন্য ভালো ।

হায়দরাবাদ: অ্যলোভেরা ঔষধি গুণে পরিপূর্ণ । এতে উপস্থিত বৈশিষ্ট্য আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে । এছাড়াও আপনি অ্যলোভেরা ব্যবহার করে আপনার চুল মজবুত করতে পারেন ।

অ্যালোভেরাতে ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় । খুশকি থেকে মুক্তি পেতে চাইলে অ্যালোভেরা হেয়ার মাস্ক ব্যবহার করে দেখতে পারেন ৷ এ ছাড়া এটি চুলকে ঝলমলে করে । অ্যালোভেরা ব্যবহার করে আপনি চুল সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । জেনে নিন, ঘরে বসে কীভাবে তৈরি করবেন অ্যালোভেরা হেয়ার মাস্ক ।

অ্যালোভেরা এবং পেঁয়াজের মাস্ক: অ্যালোভেরা এবং পেঁয়াজের মাস্ক চুলের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় । এই মাস্কটি তৈরি করতে একটি পাত্রে পেঁয়াজের রস নিন, এতে অ্যালোভেরা জেল দিন । এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন । এবার চুলে লাগান কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন । এতে আপনার চুল নরম থাকবে ।

অ্যালোভেরা এবং দই মাস্ক: চুল ঝলমলে করতে চাইলে এই হেয়ার মাস্কটি ব্যবহার করে দেখতে পারেন । এটি করতে একটি পাত্রে এক বা দুই চামচ দই নিন ৷ এতে মধু ও অ্যালোভেরা জেল দিন । এই মিশ্রণটি দিয়ে আপনার মাথার ত্বকে মাসাজ করুন এবং কিছুক্ষণ পর পরিষ্কার করুন ।

অ্যালোভেরা এবং আপেল সিডার ভিনিগার মাস্ক: একটি পাত্রে এক বা দুই চামচ অ্যালোভেরা জেল নিন । এর মধ্যে এক চামচ মধু এবং এক চামচ আপেল ভিনিগার মিশিয়ে নিন তারপর এই মিশ্রণটি চুলে লাগান ৷ কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন । এই হেয়ার প্যাকটি লাগিয়ে আপনি খুশকি থেকে মুক্তি পেতে পারেন ।

নারকেল তেল এবং অ্যালোভেরা জেল: এই হেয়ার মাস্ক কন্ডিশনার হিসেবে কাজ করে । এটি বানাতে একটি পাত্রে এক চামচ অ্যালোভেরা জেল নিন, এতে 2 চামচ নারকেল তেল এবং এক চামচ মধু মিশিয়ে নিন । এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগান ৷ কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

অ্যালোভেরা জেল এবং মেথি বীজ মাস্ক: যদি চুলের বৃদ্ধি দ্রুত করতে চান, তাহলে অবশ্যই এই হেয়ার মাস্কটি ব্যবহার করে দেখুন । এটি করতে, মেথি বীজের একটি পেস্ট তৈরি করুন । এতে 3 টেবিল চামচ অ্যালোভেরা জেল যোগ করুন । এবার এই হেয়ার মাস্কটি মাথার ত্বকে লাগান, কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।

আরও পড়ুন: কমলালেবুর খোসা শুধু ত্বক নয় স্বাস্থ্যের জন্যও উপকারী

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.