ETV Bharat / state

লকডাউন পরিস্থিতিতে নেশায় বুঁদ যুব সমাজ, চিন্তা বাড়ছে পরিজনদের

author img

By

Published : Jun 1, 2021, 6:49 PM IST

করোনা আবহে এবং লকডাউন পরিস্থিতিতে কাজ নেই ৷ তাই নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছেন যুবকরা ৷ এমনই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামে ৷

young people being addicted in lockdown situation
লকডাউন পরিস্থিতিতে নেশায় বুঁদ যুবসমাজ, চিন্তা বাড়ছে পরিজনদের

রায়গঞ্জ, 1 জুন : প্রায় দেড় বছর ধরে করোনার কারণে কাজ নেই বললেই চলে ৷ গ্রাম পঞ্চায়েতের তরফেও যেমন কাজের কোনও ব্যবস্থা করা যায়নি, তেমনই আবার লকডাউন পরিস্থিতির জেরে ভিন রাজ্যেও যেতে পারছেন না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের যুবকরা ৷ ফলে হতাশা গ্রাস করছে তাঁদের ৷ আর সেই হতাশা কাটাতে তাঁরা আশ্রয় নিচ্ছেন নেশার ৷ এমনকি নেশার টাকা জোগাড় করতে বাড়ির জিনিসপত্রও বিক্রি করে দিচ্ছেন তাঁরা ৷ পাশাপাশি চুরির মতো অপরাধের সঙ্গেও নিজেদের জড়িয়ে ফেলছেন তাঁরা ৷ এমনই ছবি ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামে ৷ এর ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ৷ স্থানীয় বাসিন্দা থেকে নেশাগ্রস্ত পরিবারের লোকজন, সকলেই নানা ভাবে চেষ্টা করলেও নেশাগ্রস্তদের আর নেশার কবল থেকে উদ্ধার করতে পারছেন না ৷

নেশাগ্রস্তদের জীবনের মূল স্রোতে ফেরাতে চান পরিচিতরা ৷

স্থানীয়দের দাবি, নোয়াপাড়া গ্রামটার নাম ধীরে ধীরে বদলে গিয়ে ‘পাতা খাওয়া গ্রাম’ হয়ে গিয়েছে ! পাতা মানে নেশার পাতা ৷ তা গাঁজা হোক, বা ভাং, কিংবা ব্রাউন সুগার বা চরস ৷ ঘরের ঘটি, বাটি বা সোনার জিনিস বিক্রি করে এইসব নেশার সামগ্রী জোগাড় করছেন গ্রামের কিছু যুবক ৷ আর সেটা না করতে পারলে পাতা খাওয়ার টাকা জোগাড় করতে চুরিও করছেন কেউ কেউ ৷ এই পাতার নেশায় মেতে উঠেছেন রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামের শয়ে শয়ে কর্মহীন যুবক ৷

2020 সালের মার্চ মাস থেকেই দেশজুড়ে শুরু হয় লকডাউন ৷ বহু কষ্ট করে নিজেদের গ্রামে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা ৷ গ্রামে আসার পর থেকেই কাজ না থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাঁরা ৷ কাজ না থাকায় প্রথম প্রথম একটু-আধটু নেশা করে সময় কাটাতেন ঘরে ফেরা এই পরিযায়ী শ্রমিকরা ৷ আনলক পর্ব শুরু হতেই অনেকে ফিরে যান ৷

আরও পড়ুন : লকডাউনে কোচবিহারে খাদ্যশস্য বিলি বিজেপি বিধায়কের

ভিন রাজ্যের কাজে ৷ কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই কার্যত ফের জারি হয়েছে লকডাউন ৷ আবার জাঁকিয়ে বসেছে বেকারত্ব ৷ ফলে আবারও বাড়ছে নেশার প্রবণতা ৷ আর তাতেই চিন্তা বাড়ছে নেশাগ্রস্তদের পরিবারের সদস্যদের ৷

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এই প্রসঙ্গে জানিয়েছেন, এইসব নেশাগ্রস্ত যুবকদের পাশে আছেন তাঁরা ৷ তাঁদের জীবনের মূল স্রোতে ফেরানোর চেষ্টা চলছে ৷ তাঁদের জন্য কাজের ব্যবস্থা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.