ETV Bharat / state

Panchayat Elections 2023: এলাকায় নেই কোনও দলীয় সমর্থক, একাই নিজের হয়ে ভোটের প্রচারে সিপিআইএম প্রার্থী

author img

By

Published : Jun 28, 2023, 8:17 PM IST

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

এলাকায় দলে নেই কোনও কর্মী সমর্থক ৷ তাই একাই দলীয় পতাকা নিয়ে নিজের হয়ে প্রচার শুরু করেছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী খবির আলম ।

একাই নিজের হয়ে ভোটের প্রচারে সিপিআইএম প্রার্থী

রায়গঞ্জ, 28 জুন: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে আরও বেশি করে মনোযোগী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা ৷ দলবল, ব্যানার-ফেস্টুন নিয়ে চলছে প্রচার ৷ কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক প্রার্থীর প্রচারে দেখা গেল অন্য ছবি ৷ এলাকায় তাঁর দলের কোনও কর্মী-সমর্থক নেই ৷ তাই তিনি একাই দলীয় পতাকা নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনের সিপিএম প্রার্থী খবির আলমের একটাই পণ, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী...৷

অভাব নিত্যসঙ্গী ৷ পরিবারের মুখে দু-মুঠো ভাত জোগাতে হিমশিম খেতে হয় ৷ পরের জমিতে কাজ করে জোটে রুটি রুজি ৷ ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনে সিপিএম প্রার্থী খবির আলমের আর্থিক অবস্থা এ রকম হলেও তা তাঁর রাজনৈতিক আদর্শে প্রভাব ফেলতে পারেনি ৷

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি অঞ্চল মানেই আতঙ্কের পরিবেশ । এই অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা আকছার ঘটে ৷ 2011 সালে বামফ্রন্ট রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই আগডিমটি অঞ্চলে সিপিএমের সংগঠন ভেঙে যায় । এই আগডিমটি অঞ্চলের কালুবস্তি গ্রামের বাসিন্দা খবির আলমের পরিবার সিপিএম-মনস্ক । বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় থাকাকালীন এই পরিবারের বেশ কয়েকজন জনপ্রতিনিধি হলেও তাঁদের আর্থিক অবস্থার কোনও পরিবর্তন ঘটেনি । বংশ পরম্পরায় বামপন্থী হওয়ার ধারা অবশ্য আজও অব্যাহত ৷ এ বারে ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনে সিপিএম প্রার্থী হয়েছেন এই পরিবারের সদস্য খবির আলম ।

আরও পড়ুন: 'টিকিট পাব জানতাম', বিজেপির গড়ে জিততে বদ্ধপরিকর মমতার বৌদি

দিন আনা দিন খাওয়া মানুষ । তাঁর কাছে প্রার্থী হওয়া যেন বাতুলতা ছাড়া কিছু নয় । এলাকায় সিপিএম-এর কোনও সংগঠন না থাকায় একা একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন । তিনি প্রচারে অংশ নেওয়ায় পরিবারের সদস্যদের অবশ্য অভুক্ত থাকতে হচ্ছে মাঝেমধ্য়েই ৷ রাজনীতি পাগল এই মানুষটি বিরোধী দলের কাছেও দৃষ্টান্ত ।

খবির আলম সিপিএম নেতৃত্বকে উদ্বুদ্ধ করে চলেছেন বলে মত বাম নেতৃত্বের ৷ সিপিএম প্রার্থী খবির আলম জানিয়েছেন, দীর্ঘ কয়ের বছর ধরে সিপিএমের পতাকা দেখা যাচ্ছিল না ৷ আমি এই পতাকা নিয়ে ভোট প্রচারে যাচ্ছি ৷ গ্রামবাসীরা আমাকে আর্শীবাদ করবেন বলে জানিয়েছেন । আমি সকালে মুড়ি-চা খেয়ে প্রচারে বের হয়েছি । প্রচারে একাই যাচ্ছি । আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই ৷ তাই আমি নিজেই একা একা গ্রামে গ্রামে গিয়ে নিজের হয়ে প্রচার করছি । আমি দলটাকে ভালোবাসি ৷ যতদিন বেঁচে থাকব, এই দল করে যাব ৷" জেতার ব্যাপারেও আশাবাদী খবির আলম ।

অন্যদিকে, ইসলামপুরের সিপিএম নেতা গৌতম বর্মন জানিয়েছেন, খবির আলমের মতো লোকেরাই সিপিএমের সম্পদ ৷ যে এলাকায় সিপিএম-এর কেউ প্রার্থী হতে সাহস পান না, সেখানে এই মানুষটি এগিয়ে এসে প্রার্থী হয়ে একাই লড়াই চালাচ্ছেন বলে তাঁকে কুর্নিশ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.