ETV Bharat / state

তৃণমূল হারছে জেনে পাগলের মতো আচরণ করছে : দিলীপ ঘোষ

author img

By

Published : Feb 25, 2021, 9:46 PM IST

শুভেন্দু অধিকারীদের কালো পতাকা দেখানোয় তৃণমূলের সমালোচনা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৷ তৃণমূল হারছে জেনে পাগলের মতো আচরণ করছে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷

west bengal assembly election 2021 state BJP president Dilip Ghosh criticizes Trinamool for showing black flag to suvendu adhikari
তৃণমূল হারছে জেনে পাগলের মতো আচরণ করছে, মত দিলীপের

রায়গঞ্জ(উত্তর দিনাজপুর), 25 ফেব্রুয়ারি : তৃণমূল হারছে বুঝেই পাগলের মতো আচরণ করছে ৷ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্য়োপাধ্যায় এবং মুকুল রায়কে কালো পতাকা দেখানো নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ বুধবার উত্তর দিনাজপুরে পরিবর্তন যাত্রায় অংশ নেন তিনি ৷ সেখানেই এই কথা বলেন দিলীপ ৷

‘‘তৃণমূল কংগ্রেস হারছে বুঝে গিয়েই পাগলের মতো ব্যবহার করছে, কোথাও কালো পতাকা, কোথাও ঝাঁটা দেখাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ঠিক নেই ৷ ওঁর দলে লোক নেই ৷ তাই বাইরে থেকে লোক ভাড়া করে এনে ঝাঁটা দেখাচ্ছে ৷ এসব রাজ্যের মানুষ বুঝে গেছে,’’ বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ সেখানেই রাজ্যের সব মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে প্রশ্ন করা হয় ৷ তাঁর জবাবে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছেন দেশের সব মানুষকেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে । আমাদের মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন কোথা থেকে দেবেন? তাঁর কালীঘাটের বাড়িতে ভ্যাকসিন তৈরি হয় নাকি? মুখ্যমন্ত্রী ভোটের আগে রাজ্যের মানুষের কাছে মিথ্যা কথা বলছেন । উনি তো রাজ্য বাজেটে করোনা ভ্যাকসিনের জন্য কোনও বরাদ্দই করেননি ।’’

আরও পড়ুন : দিলীপ ঘোষসহ 6 বিজেপি নেতার নামে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন
মাদকচক্রে অভিযুক্ত পামেলা গোস্বামী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘নাম বললে কি হবে ? আমার সাথেও তো পামেলার ছবি আছে ৷ পামেলা আজ যদি আমার নাম বলে তাহলে কি আমি দোষী হয়ে গেলাম ? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বেছে বেছে এভাবেই পুলিশ কেস দিচ্ছে, হয়রান করছে ৷’’ বিজেপি এর শেষ দেখে ছাড়বে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.