ETV Bharat / state

প্রবল বৃষ্টিতে জলমগ্ন ইসলামপুরের অধিকাংশ এলাকা

author img

By

Published : Sep 26, 2020, 4:51 PM IST

বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত ড্রেনগুলোকে পরিষ্কার না করা এবং সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে ।

Islampur
Islampur

রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে জলমগ্ন ইসলামপুর পৌরসভার অধিকাংশ ওয়ার্ড । জলবন্দী হয়ে পড়েছেন এলাকার বহু মানুষজন । গতরাত থেকে ইসলামপুরে প্রবল বৃষ্টি শুরু হয় । যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে ইসলামপুর পৌরসভার রামকৃষ্ণপল্লি, থানা কলোনি, আশ্রমপাড়া, নেতাজিপল্লি, পার্কমোড়, বাসটার্মিনাস সংলগ্ন এলাকা, ক্ষুদিরামপল্লি সহ বিস্তীর্ণ এলাকা । জলবন্দী হয়ে পড়েছেন পৌর এলাকার বাসিন্দার ।

বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত ড্রেনগুলোকে পরিষ্কার না করা এবং সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে । অপরদিকে এই পরিস্থিতির জন্য বাসিন্দাদের দায়ি করেছেন ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা কো অর্ডিনেটর মানিক দত্ত । তিনি বলেন, " এবছরে যে হারে বৃষ্টি হচ্ছে তা বিগত বছরগুলোতে হয়নি । ইসলামপুরবাসী ড্রেনের মধ্যেই সমস্ত আর্বজনা ফেলে নিকাশি নালাকে বন্ধ করে দিয়েছে । শহরে বিপুল পরিমাণ জল দাঁড়িয়ে যাওয়ায় পৌর কো অর্ডিনেটররা এলাকায় নিকাশি নালা পরিষ্কারে হাত লাগিয়েছেন । আশা করা হচ্ছে খুব শীঘ্রই শহর থেকে জল নেমে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.