ETV Bharat / state

নেই পুকুর, খননের খরচ 1 লাখ 49 হাজার !

author img

By

Published : Jul 17, 2020, 10:11 PM IST

MGNREGA-র ওয়েবসাইটের তথ্যে বলছে, অনুমোদন নম্বর 244/mgnreg ৷ প্রকল্পের নাম - ফার্ম পন্ড এক্সট্রাভেশন অফ সেলিম উদ্দিন ল্যান্ড ৷ প্রকল্পটি ব্যায় হয়েছে - এক লাখ এক হাজার 869 টাকা ৷ অথচ বাস্তবে ওই এলাকায় পুকুরের অস্তিত্বই নেই ৷

রায়গঞ্জ
রায়গঞ্জ

রায়গঞ্জ, 17 জুলাই : 100 দিনের প্রকল্পের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ রায়গঞ্জের করণদিঘি ব্লকের আলতাপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বরুয়া গ্রামের ঘটনা ৷ ওই গ্রামের একটি জমিতে 100 দিনের প্রকল্পে পুকুর খনন করা হয়েছে বললেও সেখানে কোনও পুকুর খনন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন জমির মালিক সেলিম উদ্দিন ৷ এরপরই বিষয়টি নিয়ে করণদিঘি ব্লকের BDO-র দ্বারস্থ হয়েছেন জমির মালিক ৷

mnregaweb2.nic.in ৷ এই ওয়েবসাইটে একটি তথ্যে উল্লেখ রয়েছে 100 দিনের প্রকল্পে রায়গঞ্জের করণদিঘি ব্লকের আলতাপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বরুয়া গ্রামে একটি জমিতে পুকুর খনন করা হয়েছে ৷ প্রকল্পের নাম - ফার্ম পন্ড এক্সট্রাভেশন অফ সেলিম উদ্দিন ল্যান্ড ৷ অনুমোদন নম্বর 244/mgnreg ৷ অনুমোদন তারিখ 19.11.2018 ৷ প্রকল্পটি ব্যায় হয়েছে - এক লাখ এক হাজার 869 টাকা ৷ এই ভাবেই MGNREGA ওয়েব সাইটে উল্লেখ রয়েছে সেই তথ্য ৷ কিন্তু, বাস্তবে চারিদিকে বাঁশঝড়ে ঘেরা সেই জমিতে বপন করা হয়েছে ধানের বীজ ৷ এই তথ্য সামনে আসার পরই পুকুর খননের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আলতাপুর এক পঞ্চায়েত তৃণমূল প্রধান সুফিয়া খাতুনের বিরুদ্ধে ৷

স্থানীয়দের দাবি কোথাও পুকুর খনন তো কোথাও ক্যানেল তৈরির নামে লাখ লাখ টাকা নয়ছয় করা হয়েছে । জবকার্ড যাদের আছে তাদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বার নিয়ে সেই অ্যাকাউন্টগুলোর সাহায্যে লক্ষাধিক টাকা এদিক-ওদিক করা হয়েছে । এবিষয়ে প্রধানের সঙ্গে কথা বলতে গেলে হুমকির মুখে পড়তে হয়েছে স্থানীয়দের । ওই জমির মালিক সেলিমউদ্দিনের দাবি, তার কাছ থেকে এক বছর আগে পুকুর খননের নামে জমির কাগজপত্রের ফটোকপি নেওয়া হলেও কোন রকমের কোন কাজ এখানও পর্যন্ত শুরু করা হয়নি । অথচ ওয়েবসাইটে সেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে বলে উল্লেখ রয়েছে ৷ এরপরই করণদিঘি ব্লকের BDO বিজয় মোক্তানের দ্বারস্থ হয়েছেন তিনি । ওই গ্রামের বাসিন্দা তাহের আলি বলেন, "এলাকার বহু জায়গা বিভিন্ন কাজের নামে একাধিকবার লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে প্রধান । কখনও পুকুর খনন তো কখনও ক্যানেল তৈরি নাম করে টাকা আত্মসাৎ করেছে । আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছি ।"

এই বিষয়ে করণদিঘি ব্লকের BDO বিজয় মোক্তান বলেন, "আমার কাছে সেলিমউদ্দিন লিখিত অভিযোগ জমা করেছে । বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি । অন্য এলাকার ঘটনা সম্পর্কে জানি না । তবে সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে ।" যদিও সেলিমের অভিযোগ BDO-কে সম্পূর্ণ বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি ৷

এই বিষয়ে আলতাপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফিয়া খাতুন এর সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.