ETV Bharat / state

TMC Panchayat Pradhan Killed: গোয়ালপোখরে গুলি করে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে, তদন্তে পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 6:53 PM IST

Updated : Sep 20, 2023, 10:58 PM IST

Etv Bharat
Etv Bharat

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গুলি করে খুন করা হল এক তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ৷ বাংলা-বিহার সীমান্ত লাগোয়া এলাকায় মহম্মদ রাহি নামে ওই ব্যক্তিকে গুলি করে একদল দুষ্কৃতী ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷

গুলি করে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে

রায়গঞ্জ/ শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: বাংলা-বিহার সীমান্তে গুলি করে খুন করা হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধানকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিতে মৃত্যু হয়েছে মহম্মদ রাহি নামে ওই পঞ্চায়েত প্রধানের । তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷ বুধবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায় । শোরগোল পরে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। তাঁর শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে ।

এর আগেও তিনি দু'বারের পঞ্চায়েত প্রধান ছিলেন। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরও পুনরায় তিনি প্রধান নির্বাচিত হন। যদিও কে বা কারা তাকে খুন করল, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । যদিও পুর ঘটনায় বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে কাজ সেরে দলীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ মুস্তফার সঙ্গে বাইকে করে বের হন মহম্মদ রাহি। কিছু দূর যেতেই বাইকে করে এসে একদল দুষ্কৃতী তাঁকে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে পালিয়ে যায় । এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যায় । পরবর্তীকালে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকেও পরে আবার মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই পঞ্চায়েত প্রধানের ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: অস্ত্র কারখানার হদিশ জয়নগরে, দু'কামরার ঘরে চলছিল ব্যবসা; ক্রেতা সেজে পর্দাফাঁস পুলিশের

উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার সঙ্গে যোগাযোগ করা হলে এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "ওই পঞ্চায়েত প্রধানকে গুলি করা হয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল । গোয়ালপোখর থানার পুলিশ ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে ।" অন্যদিকে, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজা সিং বলেন, "অফিসে কাজ সেরে বাইকে চেপে খেতে বাড়ি যাচ্ছিলেন মহম্মদ রাহি । সেই সময় তাঁকে গুলি করা হয় । কে বা কারা কেন ওই কাজ করল জানি না । পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক ।" উত্তর দিনাজপুরের এই পাঞ্জিপাড়া এলাকার লাগোয়া রয়েছে বিহার । পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে দুষ্কৃতীরা এসে ওই ঘটনা ঘটিয়েছে । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোয়ালপোখর থানার পুলিশ । এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে ।

Last Updated :Sep 20, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.