ETV Bharat / state

বিক্রি হয়নি দুর্গা ও লক্ষ্মী প্রতিমা, অসহায় রায়গঞ্জের মৃৎশিল্পীদের ভরসা কালীপুজো

author img

By

Published : Nov 5, 2020, 9:40 PM IST

The potters of Raiganj are facing financial problems
পুজোপার্বণে প্রতিমা বিক্রি না হওয়ায় অসহায় অবস্থা রায়গঞ্জের মৃৎশিল্পীদের

আসন্ন কালীপুজোকে ঘিরে আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের কুমোরটুলি কাঞ্চনপল্লির মৃৎশিল্পীরা ।

রায়গঞ্জ, 5 নভেম্বর : দুর্গাপুজো আর লক্ষ্মীপুজোয় প্রতিমা সেভাবে বিক্রি হয়নি। তাই আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷ যদি কালীপুজোয় মূর্তি বিক্রি করে কিছু অর্থ রোজগার হয় । তবে, আশঙ্কা সাধারণ মানুষ কোরোনা আবহে তেমনভাবে উৎসবে শামিল না হওয়ায় কালীপুজোতেও আশানুরূপ লাভ তাঁরা পাবেন না ।

আসন্ন কালীপুজোকে ঘিরে আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের কুমোরটুলি কাঞ্চনপল্লির মৃৎশিল্পীরা । কোরোনা আবহের জেরে মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ৷ উৎসবের মরশুমের শুরুতেই দুর্গাপুজোয় আগের মতো মহাসমারোহে পুজো করতে পারেনি পুজো কমিটিগুলি । বাজেট কাটছাঁট করে একেবারে ছোটো আকারের পুজো করেছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের পুজো কমিটিগুলি । ফলে, কোপ পড়েছে রায়গঞ্জের মৃৎশিল্পীদের উপরে । আগে থেকেই বড় বড় প্রতিমা নির্মাণ করে রাখায় তা কম দামে বিক্রি করতে হয়েছে । আশা ছিল, লক্ষ্মীপুজো ঘরে ঘরে হবে আর বিক্রি হবে প্রতিমা । আর সেকারণে প্রচুর লক্ষ্মীপ্রতিমা তৈরি করেও তা অবিক্রিত থেকে যায় । চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীরা ।

পুজোপার্বণে প্রতিমা বিক্রি না হওয়ায় অসহায় অবস্থা রায়গঞ্জের মৃৎশিল্পীদের

এবার কালীপুজোকে ঘিরে আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা । আগের চাইতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় যদি কালীপুজোয় তাঁদের তৈরি কালী প্রতিমা বিক্রি হয় সেই আশায় একের পর এক কালী প্রতিমা তৈরি করে চলেছেন মৃৎশিল্পীরা । কিন্তু এরই মাঝে আশঙ্কার কালো মেঘ জমেছে তাঁদের মনে ৷ প্রতিবছর যে সংখ্যায় কালীপুজো হয় তা যদি না হয় তাহলে তাঁরা সর্বস্বান্ত হবেন । কেননা ইতিমধ্যেই রায়গঞ্জ শহরের বিগ বাজেটের শ্যামাপুজো কমিটিগুলি জানান দিয়ে দিয়েছে তারা বড় পুজো করছে না । কোরোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে পুজো ও ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন মৃৎশিল্পীরা ৷ তাঁরা ভেবেছিলেন, উৎসবের মরশুম শুরু হলেই তাঁদের অবস্থা ফিরবে । কিন্তু দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোয় প্রতিমা নির্মাণ করে তা অবিক্রিত থাকায় চরম আর্থিক দুরাবস্থার মধ্যে পড়েছেন তাঁরা । এখন শেষ আশা একমাত্র কালী পুজো ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.