ETV Bharat / state

নাগর নদীর উপর সেতু গড়ে না ওঠায় ঝুঁকির যাত্রা দুই রাজ্যের বাসিন্দাদের

author img

By

Published : May 29, 2021, 3:32 PM IST

বাংলা-বিহার সীমানার সংযোগস্থলে নাগর নদীর উপর নেই কোনও সেতু ৷ যাতায়াত ব্যবস্থার উন্নতিতে সেতুর দাবি জানাচ্ছেন সেখানকার মানুষ ৷

The failure to build a bridge over the Nagar river has ruined the socio-economic infrastructure
The failure to build a bridge over the Nagar river has ruined the socio-economic infrastructure

রায়গঞ্জ , ২৯ মে : বাংলা-বিহার সীমানার সংযোগস্থলে রয়েছে নাগর নদী ৷ তবে সেই নদীর উপর নেই কোনও সেতু ৷ ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার মানুষ ৷

কখনও বাঁশের সাঁকো বেয়ে কখনও নৌকা চেপে পৌঁছতে হচ্ছে গন্তব্য ৷ যা সময়সাপেক্ষ তো বটেই, একইসঙ্গে প্রভাব ফেলছে আর্থ সামাজিক ক্ষেত্রে ৷

সেতু না হওয়ার কারণে উন্নতিও হচ্ছে না সড়ক ব্যবস্থারও ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এবিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিক দুই রাজ্য ৷

The failure to build a bridge over the Nagar river has ruined the socio-economic infrastructure
জীবনের বাজি রেখে যাতায়াত

আরও পড়ুন : 3 দিন পর গেঞ্জি কারখানা থেকে 4 শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার

উল্লেখ্য়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পরই রয়েছে বিহার রাজ্যের সীমানা । ওই সীমানা সংলগ্ন বহু মানুষের রোজগার নির্ভর করে রায়গঞ্জ শহরের উপর । সেতুর জন্য দৈনন্দিন জীবনে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের ৷

The failure to build a bridge over the Nagar river has ruined the socio-economic infrastructure
প্রাণের ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার

এক স্থানীয় বাসিন্দা বলেন, "এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা ৷ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তির স্বীকার হতে হয় ৷ প্রতিবারই নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পর কোনও কাজই কেউ করে না ৷ যদি এই সেতু তৈরি হয়, তাহলে ব্যবসায় লাভ হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.