ETV Bharat / state

'ছেলে দেশের কোনও গোপন তথ্য পাচার করেনি,' দাবি কালিয়াগঞ্জে ধৃত তরুণের বাবার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 5:19 PM IST

Updated : Dec 18, 2023, 5:29 PM IST

Kaliaganj Youth Arrested by Mumbai ATS: দেশের গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগে কালিয়াগঞ্জ থেকে তরুণকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে মুম্বই পুলিশের এটিএস ৷ ছেলে কোনও দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করলেন তরুণের বাবা ৷

Kaliaganj incident
দেশের গোপন তথ্য বিদেশে পাচার

ছেলে দেশের কোনও গোপন তথ্য পাচার করেনি, দাবি কালিয়াগঞ্জে ধৃত তরুণের বাবার

রায়গঞ্জ, 18 ডিসেম্বর: ছেলে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় ৷ দেশের কোনও গোপন তথ্য বিদেশেও পাচার করত না ৷ এমনটাই সোমবার দাবি করলেন দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের অভিযোগে মুম্বই পুলিশের এটিএসের হাতে গ্রেফতার কালিয়াগঞ্জের তরুণের বাবা ৷ ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো (18) ৷ কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের কাকড়ামোড় এলাকার ওই তরুণের বাড়ি ৷ গত শুক্রবার রাতে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে টার্নজিট রিমান্ডে তরুণকে মুম্বইয়ে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা ৷

এই বিষয়ে মুক্তার বাবা মদন মাহাতো বলেন, "আমার ছেলের কম্পিউটারের দোকান আছে । ছেলের অ্যাকাউন্টে কেউ দুই হাজার টাকা ঢুকিয়ে দিয়েছে ৷ আবার আমার ছেলে ওই টাকা ফেরত দিয়ে দিয়েছে । আমরা এর বেশি আর কিছু জানি না । আমি আমার কাজ নিয়েই থাকি । আমার ছেলে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় ৷ বিদেশে কোনও তথ্য পাঠাত না ।"

জানা গিয়েছে, মুক্তা ওই এলাকায় একটি কম্পিউটারের দোকান চালান ৷ দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের ঘটনায় তাঁর অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকেছিল বলে অভিযোগ । এই ঘটনা জানতে পেরেই হুঁশ উড়ে যায় তদন্তকারীদের ৷ কালিয়াগঞ্জের মত গ্রামীণ এলাকায় বসে কীভাবে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশের হাতে তুলে দিল ওই তরুণ, তা ভেবেই কূলকিনারা পাচ্ছে তাঁর পরিবার ও প্রতিবেশীরা ৷ বাড়ির লোকজনও ছেলের এই কীর্তি বিশ্বাস করতে পারছেন না ৷

স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ মণ্ডল বলেন, "মুক্তা মাহাতোর ছেলে হিসেবে ভালো ছিল ৷ সে কোনও জঙ্গি কার্যকালাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না ।" 7 নম্বর ডান্ডার গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রাজু রায় জানিয়েছেন, আগে মুক্তাদের অবস্থা তেমন কিছু ছিল না ৷ কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের অনেক উন্নতি হয়েছে । তিনি বলেন, "আমি এ বিষয়টি আপনাদের মুখ থেকেই শুনলাম । নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই মুক্তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রামবাসীরা খবরটি শুনে আবাক হয়ে গিয়েছি । সাধারণত সরকারি কর্মীরা এত তাড়াতাড়ি উন্নতি করতে পারে না মুক্তা যেভাবে উন্নতি করেছে । নিশ্চয়ই অন্য কিছুর সঙ্গে যুক্ত আছে ৷ তারই প্রমাণ বেরচ্ছে । অপরাধী হলে তাঁর উপযুক্ত শাস্তিও হবে ।"

বর্তমানে দেশে জঙ্গি দমন ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে নরেন্দ্র মোদি সরকার । তারই মধ্যে কয়েকদিন আগে সংসদে হামলার ঘটনা ঘটে । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী । এরপর দেশের কিছু গোপন নথি পাচারের অভিযোগে শুক্রবার কালিয়াগঞ্জ থেকে ওই তরুণকে গ্রেফতার করল মুম্বই পুলিশের এটিএস । তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা রুজু হয়েছে ৷ এর আগে এই ঘটনায় মুম্বই থেকে আরও একজনকে গ্রেফতার করে এটিএস ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এই ঘটনায় মুক্তা মাহাতোর যোগ পান । এরপরেই রাজ্যে এসে মুক্তাকে গ্রেফতার করে এটিএস ৷ টার্নজিট রিমান্ডে নিয়ে গিয়েছে মুম্বই ৷

আরও পড়ুন:

  1. দেশের গোপন তথ্য পাচার পাকিস্তানে! মুম্বই পুলিশের এটিএসের জালে কালিয়াগঞ্জের যুবক
  2. ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার 1
  3. প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য হাতানোর চেষ্টা, দিল্লিতে ধৃত চিনা মহিলা
Last Updated : Dec 18, 2023, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.