ETV Bharat / state

ইসলামপুর বাজারে পুলিশি অভিযান, বিধি না-মানায় আটক অনেকে

author img

By

Published : May 23, 2021, 8:01 PM IST

Updated : May 23, 2021, 10:40 PM IST

some people arrested at islampur as they violate lockdown like restrictions
ইসলামপুর বাজারে পুলিশি অভিযান, বিধি না-মানায় গ্রেফতার অনেকে

রবিবারও ইসলামপুর বাজারে অভিযান চালাল পুলিশ ৷ কোভিড বিধি না-মানায় আটক করা হল বেশ কয়েকজনকে ৷ বন্ধ করে দেওয়া হল দোকানপাট ৷

রায়গঞ্জ, 23 মে : আবারও রবিবার ইসলামপুরের বাজারে এবং বিভিন্ন এলাকায় চলল পুলিশি অভিযান । বাজার বন্ধ করতে এবং রাস্তায় পথচারীদের বিধিনিষেধ অমান্য করা রুখতে এই অভিযান । বিভিন্ন দোকান বেআইনিভাবে নির্ধারিত সময়ের পরেও খোলা রাখায় দোকানের মালিকদের গ্রেফতারও করল ইসলামপুর থানার পুলিশ ।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সবজি বাজার, মুদি দোকান-সহ অন্যান্য দোকান সকাল 10টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু ইসলামপুর শহরে বাজার এলাকায় সময়সীমা সমাপ্ত হলেও বেশ কয়েকটি দোকানই খোলা থাকছে প্রায় রোজই । সেই সব দোকানগুলিতে আজ অভিযান চালায় ইসলামপুর থানার পুলিশ ।

পুলিশ গিয়ে সমস্ত দোকান, বাজার বন্ধ করে দেয় । দোকানের শাটার কিছুটা বন্ধ রেখে দোকানের বাইরে বসে থেকে ব্যবসা করতেও দেখা যায় দোকানদারদের । পুলিশ সেই দোকানে অভিযান চালালে দোকানের মালিক-সহ দুই বিক্রেতাকে আটক করে পুলিশ ।

আরও পড়ুন: যশের কারণে কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করল সরকার

আজ দফায় দফায় চলে পুলিশের অভিযান । পুলিশ বেশকিছু ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করেছে । যাঁরা কোভিড বিধি অমান্য করে রাস্তায় বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং গ্রেফতারও করা হয় । ইসলামপুরের জেলা পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, বিধি নিষেধ লঙ্ঘন করার জন্য ইসলামপুর থানা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ।

Last Updated :May 23, 2021, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.