ETV Bharat / state

Kaliaganj Murder Case: বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট

author img

By

Published : Apr 27, 2023, 11:36 AM IST

Updated : Apr 27, 2023, 12:06 PM IST

বুধবার রাতে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে দলীয় কর্মীর ৷ কালিয়াগঞ্জের ঘটনায় এমনই অভিযোগ করলেন রায়গঞ্জ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ৷

Etv Bharat
প্রতীকী ছবি

সাংসদ দেবশ্রী চৌধুরীর বক্তব্য

রায়গঞ্জ, 27 এপ্রিল: বিজেপির এক সক্রিয় কর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে বুধবার রাত থেকে কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে । যার জেরে ইন্টারনেট বন্ধের পাশাপাশি জারি হয়েছে 144 ধারা ৷ রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর অভিযোগ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে হত্যা করেছে । রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে তার দেহ দেখতে এলে মৃতদেহ তাঁদের দেখতে দেওয়া হচ্ছে না । এই নিয়ে পুলিশের সঙ্গে সাংসদের তর্কাতর্কিও হয় বলে খবর ।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ থানায় অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন । বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেবার পরই পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারে তৎপর হয় । অভিযোগ, পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কালিয়াগঞ্জ বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মন । তাঁর খোঁজে বুধবার অধিক রাতে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে যায় পুলিশ । বিষ্ণু বর্মনকে না পেয়ে তাঁর বাবা, বোন ও জামাইকে পুলিশ গাড়িতে তুললে বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় পুলিশের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখায় । পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ মৃত্যুঞ্জয়কে গুলি করে বলে অভিযোগ । গুলি বুকে লাগতেই ঘটনাস্থলেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় । তবে অভিযোগ সম্পর্কে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

পুলিশ তড়িঘড়ি দেহ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় বলেও দাবি বিজেপির । এই ঘটনায় কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে । খবর পেয়ে হাসপাতাল মর্গে মৃত্যুঞ্জয়কে দেখতে যান রায়গঞ্জ সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার । সাংসদ মর্গে গেলেও দেহ তাঁকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ । সাংসদ দেবশ্রী চৌধুরীর আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিজেপি কর্মীকে খতম করার কাজে নামে পুলিশ । এসব করলেও সারা ভারতে মানুষ বিজেপিরক সঙ্গে আছে ।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে রাজবংশী যুবককে গুলি করে খুন করেছে পুলিশ, টুইটে দাবি শুভেন্দুর

Last Updated :Apr 27, 2023, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.