ETV Bharat / state

বন্ধ স্কুল, ফি-এর জন্য চাপ কর্তৃপক্ষের

author img

By

Published : Aug 4, 2020, 9:34 PM IST

লকডাউনে ক্লাস না হওয়া সত্ত্বেও স্কুলের তরফে ফি চাওয়া হচ্ছে ৷ তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ৷

road_blocked
বন্ধ স্কুল, ফি-এর জন্য চাপ কর্তৃপক্ষের

রায়গঞ্জ, 4 অগাস্ট : লকডাউনে কোনও ক্লাসই হয়নি ৷ কিন্তু, স্কুলের ফি দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে ৷ এমনি অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে ৷ প্রতিবাদে স্কুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ৷ তাঁদের দাবি, স্কুলের ফি নিয়ে প্রতিবাদ করায় স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের ছাড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, অভিভাবকদের হুমকি দেওয়া হয়নি ৷ কেবলমাত্র সরকারি নিয়ম অনুযায়ী টিউশন ফি চাওয়া হয়েছে ৷

অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে লকডাউন চলায় আর্থিক অনটনে রয়েছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে স্কুলের তরফে পড়ুয়াদের কোনওরকম পরীক্ষা বা পড়াশুনার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ অথচ ফি-এর বিষয়ে বারবার চাপ দেওয়া হচ্ছে ৷ এমনকি স্কুলের সামনে রীতিমতো নোটিশ বোর্ডে সময় দিয়ে দেওয়া হয়েছে ফি দেওয়ার ৷ স্কুলের তরফে এ বিষয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠকের কথা বলা হয় ৷ কিন্তু, পরবর্তীতে বৈঠকের কথা আর কিছুই বলা হয়নি ৷ যার জেরে সমস্যায় পড়েছেন তাঁরা ৷ অভিভাবকেরা সাফ জানিয়ে দেন, কোনও ভাবেই টাকা দেবেন না তাঁরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ স্কুল কর্তৃপক্ষ তাঁদের কথা শুনবেন বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অভিভাবকেরা ৷

এ প্রসঙ্গে অভিভাবক অম্বিকা মন্ডল বলেন, "আমাদের কাছ থেকে পাঁচ মাসের ফি একবারে চাওয়া হচ্ছে । যা নিয়ে আমরা চরম সমস্যায় পড়েছি । ফি দিতে না করলেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে ছেলে মেয়েদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হবে । তারই প্রতিবাদ করছি আমরা ৷ এই লকডাউনের মধ্যে একদিনও ছেলে মেয়েদের পড়াশোনার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ ফি চাইছে বারবার ৷ "

অপরদিকে স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার শোভা মণ্ডল বলেন, "আমরা সরকারি নিয়ম মেনেই ফি দাবি করেছি । শুধুমাত্র টিউশনি ফি আমরা নিচ্ছি অন্য কোনও ধরনের টাকা নেওয়া হচ্ছে না । বিষয়টি আমরা সমস্ত অভিভাবকদের বলেছিলাম । কিন্তু তাঁদের মধ্যে কেউ কেউ বিষয়টিকে নিয়ে বাড়তি চাপ সৃষ্টি করার চেষ্টা করছে । আমি এখন সবার সঙ্গে কথা বললাম । এরপর তাঁরা স্কুলের সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি নিজেদের মতোই কাজ করবেন সেটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.