ETV Bharat / state

Teacher Job Cancellation List: ভুয়ো শিক্ষিকার তালিকায় তৃণমূল নেত্রীর নাম !

author img

By

Published : Jul 27, 2023, 7:28 PM IST

স্কুল সার্ভিস কমিশনের দেওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিলের তালিকায় জেলা পরিষদের তৃণমূলের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের নাম । ঘটনায় শোরগোল পড়েছে রায়গঞ্জে ৷ প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই 'ভুয়ো' শিক্ষক ৷

Teacher Job Cancelled
ভুয়ো শিক্ষক

ভুয়ো শিক্ষকের তালিকায় তৃণমূলের বিদায়ী সভাধিপতির নাম

রায়গঞ্জ, 27 জুলাই: এবার ভুয়ো শিক্ষকদের তালিকায় নাম খোদ শাসকদলের এক নেত্রীর। তৃণমূলের বিদায়ী জেলা সভাধিপতি কবিতা বর্মনের নাম উঠল ভুয়ো শিক্ষকের তালিকায় । তাঁর বিরুদ্ধে সাদা ও এমআর শিট জমা দিয়ে শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ৷ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভুয়ো শিক্ষকের তালিকায় 300 নম্বরে নাম জ্বলজ্বল করছে বিদায়ী জেলা সভাধিপতি কবিতা বর্মনের । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷

কবিতা বর্মণের দাবি, তিনি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন ৷ তিনি বলেন,"2016 সালে পরীক্ষা দিয়ে 2018 সালে চাকরি পেয়েছি । নিয়ম নীতি মেনেই চাকরি হয়েছে ।" তবে কী কারণে এই তালিকায় তাঁর নাম এল, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি । প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন কবিতা দেবী । কবিতা বর্মনের স্বামী তৃণমূল নেতা প্রফুল্ল বর্মন বলেন, "বিষয়টি নিয়ে মর্মাহত আমি । ছোট থেকেই ভালো ছাত্রী ছিলেন কবিতা । নিয়ম নীতি মেনেই তাঁর চাকরি হয়েছে ।" রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা বলেও আশঙ্কা করেছেন তিনি ।

অপরদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে দলের পক্ষ থেকে কবিতা বর্মনের কাছে কারণ জানতে চাওয়া হয়েছিল ৷ তিনি বলেছেন যে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে বৈধ কাগজপত্র পেয়েই চাকরিতে যোগ দিয়েছেন তিনি । কানাইয়ালাল বলেন,"এই ঘটনায় কোনও ষড়যন্ত্র আছে কি না তা দলের পক্ষ থেকে দেখা হচ্ছে ।" এ দিকে ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে আসরে নেমে পড়েছে বিরোধীরা ।

আরও পড়ুন: 'নিয়োগে পরিকল্পিত দুর্নীতি', নয়া মামলায় মানিককে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভুয়ো শিক্ষকদের নামের তালিকা প্রকাশ হয়েছে ৷ আর তা হতেই জেলায় জেলায় ভুয়ো শিক্ষক চিহ্নিত করা হয় । আবারও আদালতের নির্দেশে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ হতেই শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । জানা গিয়েছে, 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন বিদায়ী জেলা সভাধিপতি কবিতা বর্মন ৷ এরপর 2018 সালে সেপ্টেম্বর থেকে বালিজোল হাই স্কুলে বাংলা বিভাগের শিক্ষিকা পদে যোগদান করেন তিনি । 907 জনের যে ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 300 নম্বরে কবিতার নাম রয়েছে । এ নিয়ে তীব্র অস্বস্তিতে জেলা তৃণমূল শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.