ETV Bharat / state

'মমতার স্পর্শ', করোনা আক্রান্তদের খাবার ও ওষুধ পৌঁছে দেবে রায়গঞ্জ পৌরসভা

author img

By

Published : May 17, 2021, 9:32 PM IST

raiganj-municipality-will-deliver-food-and-medicine-to-the-corona-patients
raiganj-municipality-will-deliver-food-and-medicine-to-the-corona-patients

করোনার দ্বিতীয় ঢেউয়ে রায়গঞ্জ শহরের পরিস্থিতি উদ্বেগজনক । প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা রকম কাজ করছে রায়গঞ্জ পৌরসভা ।

রায়গঞ্জ, 17 মে : করোনা ও লকডাউনে জোড়া সংকটে আগেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রায়গঞ্জ পৌরসভা । এবার শহরের করোনা আক্রান্তদের জন্য 'মমতার স্পর্শ' নামে নতুন প্রকল্পের সিদ্ধান্ত হল । এই প্রকল্পে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে ৷ জানালেন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে রায়গঞ্জ শহরের পরিস্থিতি উদ্বেগজনক । প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে রায়গঞ্জ পৌরসভা । পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস ও উপ-পৌরপ্রধান অরিন্দম সরকারের নেতৃত্বে বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে চলেছেন পৌরকর্মীরা । করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা, মৃতদেহ সৎকার, এলাকা স্যানিটাইজ়েশন, সচেতনতা প্রচার লাগাতার চলছে । এবার করোনা আক্রান্তদের বিনামূল্যে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা । যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মমতার স্পর্শ' । আগামী 19 মে থেকে মিলবে পরিষেবা ৷ 9474311757 ও 7432013912 এই নম্বরে ফোন করে জানালেই রায়গঞ্জবাসী বিনামূল্যে তিনবেলার খাবার ও ওষুধ পাবেন ৷

খাবার ও ওষুধ পৌঁছে দেবে রায়গঞ্জ পৌরসভা ৷

পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, "রায়গঞ্জ পৌরসভার 27টি ওয়ার্ডের মানুষ এই পরিষেবা পাবেন । সকাল, দুপুর ও রাতের খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হবে করোনা আক্রান্তদের বাড়িতে । "

উপ-পৌরপ্রধান অরিন্দম সরকার বলেন, "করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে । মৃত্যু হচ্ছে পৌরকর্মীদেরও । এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.