ETV Bharat / state

রায়গঞ্জে নেই পার্কিং জ়োন, উদ্যোগ নিতে চলেছে পৌরসভা

author img

By

Published : Nov 18, 2020, 2:29 PM IST

শহরে নেই পার্কিং জ়োন, উদ্যোগ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা
শহরে নেই পার্কিং জ়োন, উদ্যোগ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "রায়গঞ্জ শহরে পার্কিং জ়োন তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে । পার্কিং জ়োন তৈরির জমি খোঁজার কাজ শুরু করা হবে । গাড়ি রাখার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে ।"

রায়গঞ্জ, 18 নভেম্বর : রায়গঞ্জ শহরে কোনও পার্কিং জ়োন নেই । তাই সমস্যায় পড়েছেন রাস্তার পাশের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ । ইতিমধ্যেই শহরের একাধিক স্থানে পার্কিং জ়োন তৈরির দাবি জনিয়েছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন । রায়গঞ্জ পৌরসভায় তারা আবেদনও জানিয়েছে ।

রায়গঞ্জ শহরের রাস্তাঘাট খুব বেশি চওড়া নয় । দু'চাকা কিংবা চার চাকার গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে দোকানে কেনাকাটা করতে হয় । আর তার জেরে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের রোষের মুখে পড়তে হয় খদ্দেরকে । এর সঙ্গে চরম বিপাকে পড়তে হয় পথচলতিদের । গাড়িচালকদের দাবি শহরে পার্কিং জ়োন না থাকায় বাধ্য হয়ে রাস্তার ধারে গাড়ি পার্কিং করতে হয় ।

এবিষয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি বলেন, "শহরে পার্কিং জ়োন না থাকার কারণে ক্রেতাদের দোকানের সামনে গাড়ি রাখতে হয় । দোকানের সামনে গাড়ি রাখার কারণে পথচলতি মানুষের স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হয় । শহরে ইতিমধ্যেই পার্কিং জ়োনের প্রয়োজন ।"

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "রায়গঞ্জ শহরে পার্কিং জ়োন তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে । পার্কিং জ়োন তৈরির জমি খোঁজার কাজ শুরু করা হবে । গাড়ি রাখার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.