ETV Bharat / state

প্রচারের ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন খুলে ফেলতে হবে, রবিবার পর্যন্ত সময় দিল রায়গঞ্জ পুরসভা

author img

By

Published : May 9, 2021, 3:59 PM IST

Breaking News

ঝড় বৃষ্টি ধূলোয় ছিঁড়ে ফেটে গিয়েছে ভোট প্রচারের ফ্লেক্স ব্যানার সহ বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা । নষ্ট হতে বসেছে রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়ন ।

রায়গঞ্জ, 9 মে : ভোট প্রচারের ছেঁড়া ফাটা ফ্লেক্স ব্যানার ফেস্টুন থেকে শুরু করে হোর্ডিংয়ে ছেয়ে রয়েছে রায়গঞ্জ শহর । দৃশ্য দূষণে জেরবার রায়গঞ্জ শহর । হেলদোল নেই জেলার রাজনৈতিক নেতৃত্ব থেকে কর্মীদের । রবিবার পর্যন্ত শহরজুড়ে ভোটের প্রচারের পোস্টার খুলে ফেলার জন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সময়সীমা বেঁধে দিয়েছে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ । নিজেরাই না খুললে সোমবার থেকে এই দৃশ্য দূষণ প্রতিরোধে নামবে পুরসভা কর্তৃপক্ষ। খুলে ফেলা হবে সমস্ত দলের প্রচারের ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা ।

22 এপ্রিল ভোট হয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার 9 টি বিধানসভা কেন্দ্রের । জেলা সদর রায়গঞ্জ শহরে সবচেয়ে বেশি নজরকাড়া প্রচারের জাঁকজমকতা ছিল । রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত রাজপথের দুধারে হাজার হাজার ভোট প্রচারের ফ্লেক্স ব্যানার ফেস্টুন ও হোর্ডিং এবং দলীয় পতাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । ঝড় বৃষ্টি ধূলোয় ছিঁড়ে ফেটে গিয়েছে ভোট প্রচারের ফ্লেক্স ব্যানার সহ বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা । নষ্ট হতে বসেছে রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়ন ।

প্রচারের ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা খোলার জন্য রবিবার পর্যন্ত সময় দিল রায়গঞ্জ পুরসভা

ভোট পার হয়ে গিয়েছে প্রায় 20 দিন আগে । ফলাফলও ঘোষনা হয়েছে সাতদিন আগেই । অথচ শহরজুড়ে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিবর্ণ ছেঁড়া ফাটা পতাকা, পোস্টার ব্যানার ফ্লেক্স খোলার কোনও উদ্যোগ দেখা যায়নি কোনও রাজনৈতিক দলেরই । রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন রবিবার পর্যন্ত রাজনৈতিক দলগুলিকে তাদের ভোট প্রচারের সামগ্রী খুলে ফেলার সময় দেওয়া হয়েছে । তারা না খুললে সোমবার থেকে পুরসভা কর্তৃপক্ষ নিজেরাই প্রচার সামগী খুলে শহরকে জঞ্জাল ও দৃশ্য দূষণ মুক্ত করে তুলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.