ETV Bharat / state

শহরের রাস্তা, দোকান, বাজার স্য়ানিটাইজ়ড করল রায়গঞ্জ পৌরসভা

author img

By

Published : May 19, 2021, 3:10 PM IST

wb_ndin_01_sanitizing_raiganj_town_by_municipality_wb10021
শহরের রাস্তা, দোকান, বাজার স্য়ানিটাইজ়ড করল রায়গঞ্জ পৌরসভা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ ৷ তাই বুধবার শহর স্য়ানিটাইজ়ড করল রায়গঞ্জ পৌরসভা ৷ শহরের রাস্তা-ঘাটে স্প্রে করা হল ভাইরাস ও জীবাণুনাশক রাসায়নিক ৷

রায়গঞ্জ, 19 মে : ক্রমশই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে ৷ সংক্রমণে রাশ টানতে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন কার্যকর করেছে সরকার ৷ যার জেরে কার্যত ঘরবন্দি উত্তরবঙ্গের এই শহর ৷ এরই পাশাপাশি শহরে করোনার সংক্রমণ প্রতিরোধে এগিয়ে এল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷ কোভিড-19 ভাইরাসের প্রকোপ ঠেকাতে স্য়ানিটাইজ়ড করা হল শহরের রাস্তা-ঘাট ৷ এই কাজে লাগানো হল পৌরসভার সাফাই কর্মীদের ৷ রায়গঞ্জ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে ৷ যার রেশ এসে পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও ৷ শহরেও ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া ৷

গত 24 ঘণ্টায় রায়গঞ্জ পৌরসভা এলাকায় নতুন করে 51 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ মৃত্যু হয়েছে দু’জনের ৷ প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে রায়গঞ্জ শহরে ৷ এমতাবস্থায় (প্রায়) লকডাউনের মাঝেই গোটা শহর স্যানিটাইজ়ড করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, বারবার স্যানিটাইজেশন চন্দ্রকোনা বাজারে

বুধবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ রাস্তা এবং তার দু’ধারে থাকা দোকানপাট, বাজার ও জনবসতি এলাকায় ভাইরাস ও জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.